পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন মুস্তাফিজ
-samakal-650ecde23acad.jpg)
বাংলাদেশ দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৩৭ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৩৭
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দেওয়া পেসার মুস্তাফিজুর রহমান।
ইনিংসের ৪৩তম ওভারে ওই ঘটনা ঘটে। শট ফাইন লেগে ফিল্ডিং করছিলেন তিনি। নাসুমের বলে কাইল জেমিনসন শট খেললে তা ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে দিয়ে সীমানার দিকে গেলে ড্রাইভ দিয়ে ফেরানোর চেষ্টা করেন মুস্তাফিজ।
তখনই ব্যথা পান তিনি। দলের ফিজিও মাঠে প্রবেশ করে তার অবস্থা পর্যবেক্ষণ করেন। ব্যথায় বিমর্ষ হয়ে পড়া ফিজ পরে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন।
এর আগে অবশ্য ১০ ওভার বোলিং শেষ করে ফেলায় আর মাঠে নামেননি মুস্তাফিজ। দ্বিতীয় এই ম্যাচে তিনি ৫৩ রান দিয়ে দুই ওপেনারকে শিকার করেন। তিনি ইনজুরিতে পড়েছেন কিনা তা জানা যায়নি।