ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৫ ফাইনাল হেরে ষষ্ঠবারে সিপিএল চ্যাম্পিয়ন গায়ানা

৫ ফাইনাল হেরে ষষ্ঠবারে সিপিএল চ্যাম্পিয়ন গায়ানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:২২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:২২

একদল চার ফাইনালে খেলে কোনোবারই হারেনি। আরেক দল পাঁচবার ফাইনালে খেলে কোনোবারই জেতেনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১১তম আসরে এসে উল্টে গেল হিসাবটা। ত্রিনবাগো নাইট রাউডার্সকে গুড়িয়ে প্রথমবার শিরোপার স্বাদ পেল গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স। আগে ব্যাট করে ১৮.১ ওভারে ৯৪ রানে অলআউট হয় ত্রিনবাগো। জবাবে ৬ ওভার হাতে রেখে ১ উইকেট হারিয়েই লক্ষ্য ছুঁয়ে ফেলে গায়ানা।

টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন গায়ানা অধিনায়ক ইমরান তাহির। ব্যাট করতে নেমে মাত্র ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার জন্য অনেক চেষ্টা চালান ব্রাভো, আন্দ্রে রাসেলরা। কিন্তু কোনো উপায় বের করতে পারেননি তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন কিসি কার্টি। এছাড়া দুই অঙ্কের রান করতে পেরেছেন আর মাত্র দুজন। মার্ক ডোয়াল ১৬ রান এবং চ্যাডউইক ওয়ালটন করেন ১০ রান। গায়ানার হয়ে দুর্দান্ত বোলিং করেন প্রিটোরিয়াস। ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। দুটি করে উইকেট নেন গুড়াকেশ মোতি এবং ইমরান তাহির।

রান তাড়া করতে নেমে খুব একটা কষ্ট করতে হয়নি গায়ানাকে। মাত্র একটি উইকেটই হারিয়েছে তারা। কিমো পল মাত্র ১১ রান করে ফিরে যান। এরপরই আইয়ুবের সঙ্গী হন শাই হোপ। দাপুটে ব্যাটিংয়ে গায়ানাকে তারা এনে দেয় ৯ উইকেটের সহজ জয়। সামি আইয়ুব ৫২ আর শাই হোপ অপরাজিত থাকেন ৩২ রানে।

ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন ২৬ রানে ৪ উইকেট নেওয়া প্রিটোরিয়াস। ম্যান অব দ্য সিরিজ গায়ানার শাই হোপ। টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার (৪৮১ রান) ছিলেন তিনি।

আরও পড়ুন

×