টেস্ট শুরুর আগে পাকিস্তান দলে ইনজুরির ধাক্কা

ছবি: ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩ | ১৮:৩৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ১৪ ডিসেম্বর টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। ওই সিরিজ শুরুর আগে পাকিস্তান দলে ইনজুরির ধাক্কা লেগেছে। দলটির লেগ স্পিনার আবরার আহমেদ হাঁটুর ইনজুরিতে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন।
তার জায়গায় পার্থে প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন অফ স্পিনার সাজিদ খান। পিসিবি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আবরার দলের সঙ্গে পার্থে থাকবেন এবং সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাবেন।
অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর। পরের টেস্টটি রাখা হয়েছে ৩ জানুয়ারি। মেলবোর্ন ও সিডনির ওই দুই টেস্ট থেকে আবরারের নাম কেটে দেওয়া হয়নি। টিম ম্যানেজমেন্ট আশা করছে, তাকে পরে দলে পাওয়া যাবে।
অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সময় হাঁটুর চোটে পড়েন আবরার। ২৭ ওভার বোলিং করার পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরে এমআরআই করিয়ে পিসিবির চিকিৎসকরা তার ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়েছে। ৬ টেস্ট খেলে ৩৮ উইকেট নিয়েছেন তিনি। তার অনুপস্থিতি নতুন অধিনায়ক শান মাসুদের জন্য বড় ক্ষতি।
- বিষয় :
- খেলা-ক্রিকেট-পাকিস্তান