সাকিব না থাকায় স্বস্তিতে সিলেট

ছবি- সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪ | ১৭:৩৬
বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। এবার বিপিএলেও সেই একই সমস্যা। গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ খেলা সাকিব বিপিএলে নেই অনির্দিষ্ট সময়ের জন্য। চোখের চিকিৎসা করাতে আজ গেলেন সিঙ্গাপুরে। মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রংপুরের দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচটিতে সাকিবকে পাওয়া যাচ্ছে না বলেই ধরে নেওয়া যায়। এদিকে প্রতিপক্ষ দলে সাকিবের অনুপস্থিতে স্বস্তিতে সিলেট স্ট্রাইকার্স। তা বোঝা গেল সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার জাকির হাসানের কথায়।
রোববার অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেন সিলেটের বাঁহাতি ব্যাটার জাকির হাসান। রংপুরের হয়ে সাকিবের একাদশে না থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে জাকির বলেন, ‘সাকিব ভাই যেকোনো দলের জন্য বড় ক্রিকেটার। ফলে সাকিব ভাই দলে না থাকাটা আমাদের জন্য স্বস্তির খবর।’
এবারের বিপিএলটা হার দিয়ে শুরু করেছে সিলেট ফ্রাঞ্চাইজি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত হয় ৭ উইকেটে। ঘুরে দাঁড়াতে মরিয়া সিলেট সাকিবের না থাকার সুযোগ কাজে লাগাতে চাইবে বেশ ভালোভাবেই। বিপরীতে রংপুর রাইডার্সও তাদের প্রথম ম্যাচ হারে ফরচুন বরিশালের কাছে।