ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফিক্সিংয়ের গুজব উড়িয়ে দিলেন শোয়েব মালিক

ফিক্সিংয়ের গুজব উড়িয়ে দিলেন শোয়েব মালিক

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪ | ১৩:৫১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ | ১৩:৫৩

খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিন ‘নো বল’ করে ভালোই বিতর্কে পড়েছেন শোয়েব মালিক। ঢাকায় প্রথম পর্ব শেষে তাঁর দুবাই চলে যাওয়া এবং আর না ফেরার বিষয়টি যেন সেই বিতর্কে ঘি ঢালে। অফস্পিনার হয়ে এত বড় ওভার স্টেপিং করায় গণমাধ্যম ফিক্সিংয়েরও সন্দেহ করছে।

বন্ধুর স্ত্রীকে ‘ভাগিয়ে’ বিয়ে করেছেন শোয়েব মালিক

এই সমালোচনা ডালপালা ছড়াতে থাকায় গতকাল এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন পাকিস্তানি এ অলরাউন্ডার। ফিক্সিংয়ের গুজব উড়িয়ে দিয়ে যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বানও জানিয়েছেন তিনি।

বিচ্ছেদ ঠেকাতে চেষ্টা করেছিল শোয়েবের পরিবারও

এক্সে শোয়েব বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই, আমি দৃঢ়তার সঙ্গে এসব ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করছি। যে কোনো তথ্য বিশ্বাস করার আগে এবং সেটি ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত তা যাচাই-বাছাই করা। মিথ্যাচার মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং অপ্রয়োজনীয় দ্বিধা-দ্বন্দ্ব তৈরি করতে পারে।’ 

শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী কে এই সানা জাভেদ

ফরচুন বরিশালে নিজের ভূমিকা প্রসঙ্গে ৪১ বছর বয়সী এ ক্রিকেটার বলেন, ‘ফরচুন বরিশালে আমার ভূমিকা নিয়ে সম্প্রতি যে গুজব ছড়ানো হয়েছে, সেগুলো আমি প্রত্যাখ্যান করছি। আমাদের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা মিলিতভাবেই সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি।’ দুবাই যাওয়াটা পূর্ব নির্ধারিত ছিল বলেও জানান তিনি। সে সঙ্গে ফরচুন বরিশালকে শুভকামনা জানিয়েছেন এবং প্রয়োজন হলে তাদের সব ধরনের সহযোগিতা করবেন বলেও বলেছেন শোয়েব।

শোয়েব-সানার বিয়ে বেশিদিন টিকবে না, জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

শোয়েব মালিকের পক্ষে দাঁড়িয়েছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানও। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে শোয়েব মালিককে নিয়ে অনেক ধোঁয়াশা খবর শুনেছি। এগুলো সম্পূর্ণ ভুল তথ্য। আমরা কোনো গণমাধ্যম কিংবা কোনো ব্যক্তিকে এ বিষয়ে কোনো তথ্য দিইনি। খেলতে গিয়ে হার-জিত হতেই পারে। শোয়েব মালিক নিজের সর্বোচ্চটা দিয়েছেন আমাদের জন্য। আমরা কাউকে কোনো অভিযোগ করি নাই, তাঁর সঙ্গেও কোনো কথা বলিনি। আজকে (গতকাল) এসব নিয়ে বিভিন্ন গণমাধ্যম আমার সঙ্গে যোগাযোগ করেছে, যা আমার কাছে মোটেও ভালো লাগেনি। যে কারণে আমি এই বার্তাটা সবাইকে দিতে চাই, শোয়েব মালিককে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। তাই বিষয়টি আর বড় করার চেষ্টা করবেন না।’

আরও পড়ুন

×