ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ব্রাজিলের কুনহার হ্যাটট্রিকে উড়ে গেল চেলসি 

ব্রাজিলের কুনহার হ্যাটট্রিকে উড়ে গেল চেলসি 

উলভসে খেলা ব্রাজিলের স্ট্রাইকার ম্যাথিউস কুনহা হ্যাটট্রিক করেছেন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:২২ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:৫৫

চেলসির ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। চেলসি প্রথমে লিড নিলেও ৪-২ গোলে জিতেছে উলভস। হ্যাটট্রিক করেছেন দলটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাথিউস কুনহা। 

রোববার প্রিমিয়ার লিগের ২৩তম রাউন্ডের ম্যাচে ১৯ মিনিটে গোল করেন চেলসির ইংলিশ ফরোয়ার্ড কোলে পালমার। তিন মিনিট পরেই গোল শোধ করে দেন অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে গত মৌসুমে উলভসে যোগ দেওয়া কুনহা। 

প্রথমার্ধের শেষ সময়ে লিড ২-১ করে ফেলে পয়েন্ট টেবিলে চেলসিসে পেছনে ফেলে দশে ওঠা উলভস। গোলটি তারা পায় চেলসির অ্যাক্সেল ডিসাসির আত্মঘাতী থেকে। এরপর ৬৩ মিনিটে কুনহা গোল করে চেলসিকে হারানোর পথ পরিষ্কার করে ফেলেন।

ওই কুনহা ৮২ মিনিটে প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান। পেনাল্টি থেকে শেষ গোলটি করেন তিনি। ব্যবধান বাড়িয়ে ৪-১ করেন। হারের ওই ব্যবধান ৮৬ মিনিটে গোল করে কমান চেলসির অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা।  

আরও পড়ুন

×