‘এত বছরের সম্পর্ক এক কথায় নষ্ট হয় না’

ছবি- সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৪৯ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৫৪
দীর্ঘদিন ধরে অসুস্থতার পর সম্প্রতি বাইপাস সার্জারি করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বর্তমানে শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হওয়ায় শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সীমিত পরিসরে সাক্ষাৎ করছেন বাফুফে প্রধান। মঙ্গলবার সালাউদ্দিনের খোঁজ নিতে তার বাসায় যান ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানে বাফুফে সভাপতির শারীরিক অবস্থার কথা জানিয়ে বিসিবি প্রধান বলেন, ‘আমি তো ডাক্তার না, তবে দেখে মনে হয়েছে আল্লাহর রহমতে উনি এখন অনেক ভালো এবং সুস্থ আছেন। উনি যে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করছেন, সেটা দেখে ভালো লেগেছে। তারপরও এত বড় একটা সার্জারির পর উনার রিহ্যাবের প্রয়োজন আছে, উনাকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে। আমার ধারণা, তারপর আমরা তাকে আবারো সব জায়গায় দেখতে পাব।’
দীর্ঘদিন ধরেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দ্বন্দ্ব ছিল নাজমুল হাসান পাপনের। অর্থসংকটে মেয়েদের ফুটবল দলকে অলিম্পিক প্রাক-বাছাইয়ে পাঠাতে না পারা নিয়ে চারদিকে সমালোচনার মধ্যে বিসিবি সভাপতিকে ব্যক্তিগত আক্রমণ করে বসেছিলেন সালাউদ্দিন। পাপনও পাল্টা জবাব দিয়েছিলেন।
সালাউদ্দিনের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি নিয়ে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি। পাপন বলেন, ‘এত বছরের সম্পর্ক একদিনের কথায় তো নষ্ট হয় না। ছোটবেলা থেকে মাঠে যেতামই তো ওনার খেলা দেখতে। এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। ওনার মতো কিংবদন্তি ফুটবলার তো আর নেই। ছোটবেলা থেকেই মাঠে যেতাম খেলা দেখতে ওনার জন্য, সে জিনিসটা তো আছেই। হ্যাঁ অনেক সময় অনেক কথায় উনিও কষ্ট পেতে পারে আমিও পেতে পারি। একটা রিঅ্যাকশন করলাম দিলাম সেটা ওখানেই শেষ। সম্পর্ক তো শেষ হবে না।’