ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বেফাঁস সালাউদ্দিনে বিস্মিত বিসিবি

বেফাঁস সালাউদ্দিনে বিস্মিত বিসিবি

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ০৯:৫২

জাকের আলীর পক্ষে কথা বলতে গিয়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিন বেফাঁস মন্তব্য করে ফেলেছেন বুধবার রাতে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে। উইকেটরক্ষক এ ব্যাটারের সঙ্গে বিসিবি বর্ণবৈষম্য করছে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের প্রেক্ষাপটে গাত্রবর্ণ নিয়ে কথা বলা বা উদাহরণ সাধারণভাবে দেখা হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নীতিমালা অনুযায়ী অপরাধ। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা না হলে জাতীয় দল নির্বাচন ইস্যুতে নানা দিক থেকে বিসিবিকে কাঠগড়ায় তোলার চেষ্টা করেছেন তিনি। দেশের অন্যতম সেরা এ কোচ বোঝাতে চেয়েছেন, জাকের আলী চলমান বিপিএলে স্লগে ইমপ্যাক্ট ইনিংস খেলার পরও জাতীয় দলে না নিয়ে বৈষম্য করেছেন নির্বাচকরা। একজন অভিজ্ঞ কোচের কাছ থেকে এ ধরনের মন্তব্য করা সমীচীন নয় বলে মনে করেন মিনহাজুল আবেদীন নান্নু।

গত বিপিএলের অন্যতম সেরা পারফরমার তাওহিদ হৃদয় দেরিতে হলেও বড় ইনিংস খেলছেন। দুর্দান্ত ঢাকার বিপক্ষে শতকের পর চট্টগ্রামে বুধবার ৯৫ রান করেন খুলনা টাইগার্সের বিপক্ষে। জাতীয় দলের এ ব্যাটার সম্পর্কে বলতে গিয়ে সালাউদ্দিন টেনে আনেন জাকেরকে।

তিনি বলেন, ‘জাকেরের কথাটা সব সময় আপনারা ভুলে যান। আপনারা কেউ কখনও (তাঁকে নিয়ে) জিজ্ঞেস করেন না। ছেলেটার হয়তো চেহারা একটু কালো, এই কারণে আমার মনে হয় বোর্ডও তাকে দেখে না ঠিকমতো। আপনারা ছয় নম্বর, সাত নম্বরের খেলোয়াড় খোঁজেন। এই ছেলেটা শেষ কয়েকটা ম্যাচ থেকে খুবই ভালো খেলছে। তার স্ট্রাইক রেট দেখেন, সে প্রতিটি দিনই আমাদের চাপের মুহূর্তে রান করে দিচ্ছে।’ 

একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের জন্য ঘোষিত দলের প্রসঙ্গ টেনে সালাউদ্দিন ব্যঙ্গাত্মক মন্তব্য করেন, ‘আমি গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ দল দেখলাম। আপনি ৫ জন ওপেনার রেখেছেন, মিডল অর্ডারে দু’জন ব্যাটার মনে হয়। একটা সুবিধা আছে, হয়তো বাংলাদেশ সব সময় ওপেনিংই করবে। ১৬ থেকে ১৭ ওভার পর্যন্ত ওপেন করবে। এটা একটা সুবিধা হতে পারে। তবে সঠিক জায়গায় সঠিক খেলোয়াড় নেওয়া খুব জরুরি।’

কোচ সালাউদ্দিনের দাবি, ছয়-সাত নম্বর পজিশনের জন্য সেরা পছন্দ হতে পারে জাকির আলী। মাহমুদউল্লাহ রিয়াদের পর উইকেটরক্ষক এ ব্যাটারকে সেরা মানেন তিনি। টি২০ দলে জাকেরকে না নেওয়ায় পরিসংখ্যান দেখে দল নির্বাচন করা হয় বলে মন্তব্য কুমিল্লার কোচের, ‘তারা কী বুঝে টিম বানায় আমি বুঝি না। তারা হয়তো রান দেখে দলে নেয়। কিন্তু একটা ছেলে যখন পাঁচ নম্বরে ব্যাট করে সে ৫০ করবে না। সে ২০ রান করবে। হয়তো ৫ বলে ২০ রান করবে। দল জিতবে, না হয় হারবে। ওইভাবে দলটা করলে ভালো হবে।’ 

সালাউদ্দিনের এ ধরনের তির্যক মন্তব্য করা সম্পর্কে জানতে চাওয়া হলে বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘জাকের তো জাতীয় দলে ছিল। চোটের কারণে খেলতে পারেনি। সে আমাদের পাইপলাইনের খেলোয়াড়। জাতীয় দলের পুলে আছে। সে ভালো করলে দলে সুযোগ পাবে। কয়েকটা ম্যাচে রান করলেই জাতীয় দলে নিতে হবে, তা তো না। মাহমুদউল্লাহকে তো ছয়-সাতের জন্য নেওয়া হয়েছে। সুতরাং এভাবে কারও ঢালাও মন্তব্য করা ঠিক না। সবার প্রতি সম্মান রাখা উচিত।’

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও মনে করেন, সালাউদ্দিনের মতো দায়িত্বশীল একজন ক্রিকেট কোচের এভাবে বেফাঁস মন্তব্য করার ঠিক হয়নি।

আরও পড়ুন

×