ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঢাকার টানা ১১ হার, জয়ে ফিরল চট্টগ্রাম

ঢাকার টানা ১১ হার, জয়ে ফিরল চট্টগ্রাম

ছবি- ফেসবুক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:৫০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:৫১

দুঃস্বপ্নের মতো এক বিপিএল শেষ করল দুর্দান্ত ঢাকা। নিজেদের শেষ ম্যাচেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ১০ রানে হেরেছে তারা। ফলে ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের টানা হারের রেকর্ডটিকে ১১ ম্যাচে উন্নীত করার পাশাপাশি পয়েন্ট টেবিলে সবার নীচে থেকে আসর শেষ করল ঢাকা। চট্টগ্রামের ৬ উইকেটে করা ১৫৯ রানের জবাব দিতে নেমে ৫ উইকেটে ১৪৯ রান তুলতে সমর্থ হয় তারা।

এ জয়ে প্লেঅফের দৌড়ে দারুণভাবে ফিরে এসেছে চট্টগ্রাম। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। ২০ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় নিজেদের শেষ ম্যাচে পঞ্চম স্থানে থাকা খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম। সে ম্যাচেই নির্ধারিত হবে তাদের শেষ চারের ভাগ্য। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় চট্টগ্রাম। মোসাদ্দেকের শিকার হয়ে সাজঘরে ফেরেন সৈকত আলী। তিনে নামা জশ ব্রাউনও (১১) টেকেননি বেশিক্ষণ। তবে তৃতীয় উইকেটে টম ব্রুসকে ৯৫ রানের জুটি গড়েন তানজিদ তামিম। ৩৫ বলে ৪৮ রান করে আউট হন কিউই ব্যাটার। 

কিন্তু একপ্রান্তে ঠিকই লড়াই অব্যাহত রাখেন তামিম। দলীয় ১৯ ওভারের মাথায় বিদায় নেন তিনি। ৫১ বলে ১ চার ও ৬ ছক্কায় ৭০ রান করেন বাঁহাতি এই ওপেনার। অধিনায়ক শুভাগত হোম একটি ছক্কায় ৯ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৫৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস। ঢাকার হয়ে ১৭ রান খরচে দুটি উইকেট নেন শরিফুল। এছাড়া তাসকিনের ঝুলিতেও যায় দুই উইকেট।

রান তাড়া করতে নেমে ৯ রানেই ২ উইকেট হারিয়ে বসে ঢাকা। এরপর অ্যালেক্স রস ৪৪ বলে ৫৫ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৩৫ বল খেলে ৩ চারে ২৯ রান করেন নাঈম। শেষ দিকে অধিনায়ক মোসাদ্দেকের ১৮ বলে ৩০ রানের ইনিংস আগের ধীর খেলার মাশুল চুকাতে পারেনি। টানা ১১ হারে শেষ হয় ঢাকার বিপিএল অধ্যায়।

আরও পড়ুন

×