ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

দুর্দান্ত ঢাকা

দুর্দান্ত ঢাকা

টপ পারফরমারদের ফ্লপ দল

অবাক হওয়ার মতো বিষয়ই বটে! টানা ১১ ম্যাচ হেরে রেকর্ড করে সবার নিচে থেকে বিপিএল শেষ করা দুর্দান্ত ঢাকার খেলোয়াড়রা কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সের তালিকায় সবার ওপরে। ২২ উইকেট নিয়ে বোলিংয়ে শীর্ষে ঢাকার পেসার শরিফুল ইসলাম। ব্যাটিংয়েও ৩৫২ রান নিয়ে শীর্ষে ঢাকার এলেক্স রস। এই বৈপরিত্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বিচ্ছিন্নভাবে তাদের কেউ কেউ ভালো খেলেছেন। কিন্তু তারা দল হিসেবে পারফর্ম করতে পারেননি। তাই ব্যক্তিগত পারফরম্যান্সের তালিকায় শীর্ষে থাকলেও দল হিসেবে ভরাডুবি হয়েছে তাদের।

আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৪৭
টপ পারফরমারদের ফ্লপ দল

হৃদয়ের ঝোড়ো সেঞ্চুরিতে কুমিল্লার প্রতিশোধ

চলমান বিপিএলের উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত ঢাকার কাছে হার দেখেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর ঢাকা হেরেছে টানা ৬ ম্যাচ। হারের মিছিল ভাঙতে আগে কুমিল্লার বিপক্ষে আগে ব্যাট করে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোরও গড়েছিল ঢাকা। তবে তাওহিদ হৃদয়ের ঝোড়ো সেঞ্চুরিতে এবার পাত্তা পায়নি তাসকিন-শরিফুলরা। একা হাতে লড়াই চালিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হৃদয়। ৩২ বলে ফিফটি ছুঁয়ে সেটিকে সেঞ্চুরিতে পরিণত করলেন ৫৩ বলে, যা এবারের বিপিএলের প্রথম। আর পুরো বিপিএল ইতিহাসে ৬ষ্ঠ বাংলাদেশি হিসাবে সেঞ্চুরি পেলেন হৃদয়। এতে ১ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আপডেটঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩:০২
হৃদয়ের ঝোড়ো সেঞ্চুরিতে কুমিল্লার প্রতিশোধ

মাশরাফি ‘বিরতি’ নিতেই জয়ের দেখা পেল সিলেট

কিছুতেই যেন কিছু হচ্ছিল না সিলেট স্ট্রাইকার্সের। চলমান বিপিএলে সবচেয়ে হতাশজনক পারফরম্যান্স ছিল সিলেটের এই ফ্রাঞ্চাইজির। প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই হারে বর্তমান রানার আপরা। ঘরের মাঠ সিলেটেও হারে টান তিন ম্যাচে। পঞ্চম ম্যাচে হারের পর বিপিএল থেকে সাময়িক বিরতি নেন মাশরাফি। আগের ম্যাচে বাদ পড় সহ-অধিনায়ক মিঠুন পান অধিনায়কের দায়িত্ব। নেতৃত্বের আর্মব্যান্ড পেতেই বদলে গেছে সিলেটের ভাগ্য। তার অধিনায়কত্বে ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে সিলেট। দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে তারা। 

আপডেটঃ ০২ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:১২
মাশরাফি ‘বিরতি’ নিতেই জয়ের দেখা পেল সিলেট

সর্বশেষ