ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সৌম্য-রিয়াদের ব্যাটে বরিশালের রানের পাহাড়

সৌম্য-রিয়াদের ব্যাটে বরিশালের রানের পাহাড়

ছবি- ফরচুন বরিশাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:৩৬ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:৫০

চলমান বিপিএলে দেশ বিদেশি অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী এক দল গড়ে ফরচুন বরিশাল। যদিও তারকায় ঠাসা তামিম ইকবালের নেতৃত্বাধীন এই দল দুর্দান্ত কিছু করতে পারেনি। ৭ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে আছে তারা। তাই আজ প্লে-অফের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয় বরিশাল। আগে ব্যাট করে সৌম্য-মাহমুদউল্লাহর ১৩৯ রানের জুটিতে ফরচুন বরিশাল পেল ১৮৯ রানের সংগ্রহ। বরিশালকে হারাতে ঢাকার লক্ষ্য ১৯০ রান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। ৪ রান করেন তামিম, ১০ রান শেহজাদের। একই ওভারে ১ রান করা মুশফিককে ফেরান তাসকিন।

এরপর সৌম্যের সঙ্গী হন মাহমুদউল্লাহ, দুজন মিলে দলের হাল ধরলেন। চতুর্থ জুটিতে ১৩৯ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলে দুই অভিজ্ঞ ব্যাটার। জোড়া ফিফটি তুলে নেন দুজনই। ৩২ বলে ফিফটি করেন সৌম্য সরকার। এটি তার ষষ্ঠ বিপিএল ফিফটি, চলতি আসরের প্রথম। 

এদিন ৪৭ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যাতে ছিল ৪টি ছক্কা ও ৭টি চারের মার। শরিফুলের ১৭তম ওভারের শেষ বলে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন তিনি। রিয়াদ ফিরলে শোয়েব মালিক ও সৌম্য ঝড় তোলেন। ৪৯ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন সৌম্য। মালিক ৯ বলে ১৯ রান করেন। শরিফুল ও তাসকিন এদিন শিকার করেছেন দুটি করে উইকেট।

আরও পড়ুন

×