জয়ে ফিরল খুলনা, টানা দশম হার ঢাকার

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:৪৮
বিপিএলে শুরুর ম্যাচে চমক দেখানোর পর এখন অবধি হেরেই চলছে দুর্দান্ত ঢাকা। সবশেষ আজ শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষেও হার এড়াতে পারেনি তাসকিন আহমেদরা। তাদেরকে ৫ উইকেটে হারিয়ে টানা পাঁচ হারের বৃত্ত ভেঙেছে এনামুল হক বিজয়ের দল। অন্যদিকে এই ম্যাচ হেরে টানা দশম হারের স্বাদ পেল ঢাকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে ঢাকা। ঢাকার পক্ষে মোসাদ্দেক সৈকত সর্বোচ্চ ২৩ বলে ২৬ রান করেন। এছাড়া ইরফান শুক্কুর ২৬ বলে ২৫ ও অ্যালেক্স রস করেন ৩৫ বলে ২৫ রান। খুলনার পক্ষে ওয়ান পার্নেল ও মুকিদুল ইসলাম নেন ৩টি করে উইকেট।
১২৯ রানের লক্ষ্যে খেলতে নামা খুলনা আজ ব্যাটিংয়ের শুরুতে শঙ্কাই জাগিয়েছিল। শরিফুল ইসলামের তোপে দলীয় ১৭ রানের মধ্যেই বিদায় নেন বিজয় ও এভিন লুইস। তবে এরপর তিনটি ত্রিশোর্ধ্ব রানের ইনিংসে সহজ জয় পায় খুলনা। পারভেজ হোসাইন ইমন ৪০ ও শাই হোপ ৩২ রান করে আউট হলেও ২১ বলে ৪৩ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন আফিফ হোসাইন।
- বিষয় :
- বিপিএল
- খুলনা টাইগার্স
- দুর্দান্ত ঢাকা