তামিমের ব্যাটে চট্টগ্রামের লড়াইয়ের পুঁজি

ছবি- ফেসবুক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:৪১
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিযোগিতায় প্লে-অফ পর্ব খেলতে হলে দুর্দান্ত ঢাকাকে হারানোর বিকল্প নেই স্বাগতিকদের সামনে। বাঁচা-মরার লড়াইয়ে তানজিদ তামিমের দুর্দান্ত ফিফটিতে ঢাকার বিপক্ষে ৬ উইকেটে ১৫৯ রানের লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে স্বাগতিকরা। ওপেনার তানজিদ হাসান তামিম সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় চট্টগ্রাম। মোসাদ্দেকের শিকার হয়ে সাজঘরে ফেরেন সৈকত আলী। তিনে নামা জশ ব্রাউনও (১১) টেকেননি বেশিক্ষণ। তবে তৃতীয় উইকেটে টম ব্রুসকে ৯৫ রানের জুটি গড়েন তানজিদ তামিম। ৩৫ বলে ৪৮ রান করে আউট হন কিউই ব্যাটার।
কিন্তু একপ্রান্তে ঠিকই লড়াই অব্যাহত রাখেন তামিম। দলীয় ১৯ ওভারের মাথায় বিদায় নেন তিনি। ৫১ বলে ১ চার ও ৬ ছক্কায় ৭০ রান করেন বাঁহাতি এই ওপেনার। অধিনায়ক শুভাগত হোম একটি ছক্কায় ৯ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৫৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস।
ঢাকার হয়ে ১৭ রান খরচে দুটি উইকেট নেন শরিফুল। এছাড়া তাসকিনের ঝুলিতেও যায় দুই উইকেট।