সাকিবের রানে ফেরার দিনে রংপুরের বড় পুঁজি

ছবি- ফেসবুক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:২৭ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৫২
বিশ্বকাপ থেকেই ব্যাট হাতে রান খড়ায় ভুগছিলেন সাকিব আল হাসান। চোট কাটিয়ে বিপিএল দিয়ে খেলায় ফেরেন। তবে চোখের চিকিৎসা নিতে এক ম্যাচ খেলেই উড়ে যান সিঙ্গাপুর। ঢাকা পর্ব শেষে সিলেট পর্বেও রানের দেখা পাননি সাকিব। যদিও চোখের সমস্যার কারণে কয়েকটি ম্যাচে ব্যাটও করেননি তিনি। অবশেষে চিরচেনা মিরপুরে হেসে উঠল সাকিবের ব্যাট।
দুর্দান্ত ঢাকার বিপক্ষে আজ মাঠে নেমে রংপুর রাইডার্সের হয়ে রানের দেখা পেয়েছেন। ২০ বল খেলে তিন ছক্কা ও এক চারে করেন ৩৪ রান। মোসাদ্দেক হোসেন সৈকতের বলে উড়িয়ে মারতে গিয়ে মোহাম্মদ নাঈমের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। টুর্নামেন্টে আগের ৫ ম্যাচ মিলিয়ে তার রান ছিল মাত্র ৪। আজকের ৩৪ রানই চলমান বিপিএলে এখন পর্যন্ত সাকিবের সর্বোচ্চ স্কোর। টানা কয়েকদিনের অনুশীলনের ফলটাই যেন মিরপুরের মাঠে দেখালেন সাকিব।
সাকিবের রানে ফেরার দিনে দুর্দান্ত ঢাকার বিপক্ষে বড় পুঁজি পেয়েছে রংপুর রাইডার্স। ঢাকা পর্বের দ্বিতীয় ধাপের প্রথম ম্যাচে ৪ উইকেটে নুরুল হাসান সোহানের রংপুর তুলেছে ১৭৫ রান। অর্থ্যাৎ জিততে হলে মোসাদ্দেক হোসেন সৈকতের ঢাকাকে করতে হবে ১৭৬ রান।
আগে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন বাবর আজম ও রনি তালুকদার। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছে তারা দুজন। উদ্বোধনী জুটিতে তাদের ব্যাট থেকে আসে ৬৭ রান। ৩৯ রান করে রনি ফিরলে ভাঙে এই জুটি। ওয়ানডাউনে নেমে বাবরকে সঙ্গ দেন সাকিব। তবে মোসাদ্দেকের বলে অর্ধশতক মিস করে বাবর ফিরলেন ৪৭ রান করে। ৪৩ বলের ইনিংসে বাবরের ব্যাট থেকে আসে ৫ বাউন্ডারি। এদিকে সাকিবের ক্যামিও ইনিংস থামে ৩৪ রানে। ২০ বলে খেলা সাকিবের ১৭০.০০ স্ট্রাইকরেট।
শেষ দিকে মোহাম্মদ নবি এসে রংপুরের স্কোরকার্ডে যোগ করেন ১৬ বলে ২৯ রান। অধিনায়ক নুরুলের সঙ্গে নবি করেছেন ২২ বলে ৪৪ রানের অপরাজিত জুটি। অবশেষে ৪ উইকেটে ১৭৫ এ থামে রংপুর।
৬ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে রাইডার্সরা, অন্যদিকে ৫ ম্যাচে ১ জয় নিয়ে ৬ নম্বরে দুর্দান্ত ঢাকা। তাই আজকের ম্যাচটি জিততে মরিয়া দুই দলই। রংপুর জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান করবে আরও শক্ত। ঢাকার লক্ষ্য জয়ে ফেরার মিশনে।
দুর্দান্ত ঢাকা একাদশ: সাইম আইয়ুব, মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর (উইকেটকিপার), গুলবেদিন নাইব, সাব্বির হোসেন, চতুরঙ্গা ডি সিলভা, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম।
রংপুর রাইডার্স একাদশ: বাবর আজম, রনি তালুকদার, ফজলে মাহমুদ রাব্বি, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, শামীম পাটোয়ারী, সালমান ইরশাদ ও হাসান মাহমুদ।