ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কোয়ালিফায়ারে উঠতে সহজ লক্ষ্য পেল বরিশাল

কোয়ালিফায়ারে উঠতে সহজ লক্ষ্য পেল বরিশাল

ছবি- ফরচুন বরিশাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:১৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৪৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। এই ম্যাচে হারলেই বিদায় আর জিতলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে। হাই ভোল্টেজ এই ম্যাচে আগে ব্যাট করে বরিশালের বোলিং তোপে ৯ উইকেটে ১৩৫ রান করেছে চট্টগ্রাম। এতে কোয়ালিফায়ারে উঠতে ১৩৬ রানের সহজ লক্ষ্য পেয়েছে তামিমের বরিশাল।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। বড় কোনো জুটি গড়ারই সুযোগ পায়নি। ওপেনার জশ ব্রাউন কিছু ঝলক দেখালেও ২২ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রানে সাজঘরে ফিরতে হয় তাকে।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান (১৬ বলে) আসে অধিনায়ক শুভাগত হোমের ব্যাট থেকে। বাকিরা কেউই বিশের ঘরে পৌঁছাতে পারেননি। এতে ২০ ওভার খেলেও দেড়শ স্পর্শ করতে পারেনি চট্টগ্রাম।

বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া একটি করে শিকার তাইজুল ইসলাম ও জেমস ফুলারের।

আরও পড়ুন

×