জিম্বাবুয়ে ক্রিকেট থেকে মাসাকাদজার পদত্যাগ

জিম্বাবুয়ে ক্রিকেটের ডিরেক্টর মাসাকাদজা। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৪ | ১২:৫৭
জিম্বাবুয়ে ক্রিকেটের ডিরেক্টর হ্যামিলটন মাসাকাদজা পদত্যাগ করেছেন। জিম্বাবুয়ে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে জায়গা না পাওয়ায় দায়িত্ব থেকে সরে গেছেন তিনি।
এর আগে জিম্বাবুয়ে ক্রিকেট দলের ব্যর্থতার দায় মেনে নিয়ে হেড কোচ ডেভ হ্যাগটন পদত্যাগ করেন। তিনি সরে যাওয়ার তিন মাস পর পদ ছেড়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরই জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধানের চেয়ারে বসা মাসাকাদজা।
পদত্যাগ পত্রে মাসাকাদজা বলেছেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটের সাফল্য-ব্যর্থতার অঙ্ক কষে বেশ ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার সময়ে দেশের ক্রিকেটে বেশ কিছু জায়গায় উন্নতি হয়েছে। কিন্তু এটাও সত্য যে, আইসিসির পূর্ণ সদস্যভুক্ত একমাত্র দেশ জিম্বাবুয়ে যারা আগামী টি-২০ বিশ্বকাপে জায়গা পায়নি।’
মাসাকাদজা জানিয়েছেন, খেলোয়াড় এবং বোর্ড ডিরেক্টর হিসেবে তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহূর্ত জিম্বাবুয়ের বিশ্বকাপে জায়গা না পাওয়া। ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে এই ব্যর্থতার দায় তিনি মাথা পেতে নিচ্ছেন। বাছাইপর্বের শেষ ম্যাচে উগান্ডার কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপে খেলা হচ্ছে না জিম্বাবুয়ের।