ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হাজার গোলের মাঝে একজন ক্লপ

হাজার গোলের মাঝে একজন ক্লপ

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১২:১০

বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে লিভারপুলে যোগ দেন ২০১৫ সালে। এর পর থেকে দলটির ভালো-খারাপের বড় ভাগিদার তিনিও। গত আসরে প্রিমিয়ার লিগে ভালো করতে না পারায় এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হয়নি তাদের। তবে ইউরোপায়ও চলছে তাদের ছুটে চলা। 

সর্বশেষ শেষ ষোলোর প্রথম লেগে স্পার্টার বিপক্ষে ৫-১ গোলের জয় পায় দলটি। এদিন ক্লপ জামানায় হাজার গোলের মাইলফলকও স্পর্শ করে অল রেডসরা। মূলত নুনেজের গোলে এই ল্যান্ডমার্কে পা রাখে ক্লাবটি। ক্লপের অধিনে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন অল রেডদের গোল ১ হাজার। ৪৭৬ নম্বর ম্যাচে গিয়ে এমন সফলতার দেখা পেল ক্লাবটি।

এদিকে ২০২৪ সালে প্রিমিয়ার লিগে দ্যুতি ছড়িয়ে আরেকটা রেকর্ড নিজের দখলে নিলেন নুনেজ। চলমান বছরে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১২ গোলের সঙ্গে নুনেজের নাম জড়িয়ে। যেখানে তাঁর গোলসংখ্যা আটটি আর অ্যাসিস্ট চারটি, যা কিনা কেভিন ডি ব্রুইনার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

যদিও ক্লপ অধ্যায় এই মৌসুম শেষ হলেই সমাপ্তি ঘটবে। কোচিং থেকে খানিকটা বিশ্রাম নিতে চান তিনি। সে জন্য এরই মধ্যে বলে দিয়েছেন বিদায়ের কথা। লিভারপুলে তাঁর সময়টা খারাপ যায়নি। ক্লপ জামানায় আটটি শিরোপা জিতেছে ক্লাবটি। যার মধ্যে আছে চ্যাম্পিয়ন্স লিগও। এখন শেষ মৌসুমটা যদি রাঙাতে পারেন, তাহলে তো কথাই নেই। প্রিমিয়ার লিগে ম্যানসিটির সঙ্গে চলছে দৌড় প্রতিযোগিতা। ইউরোপায় তাদের দারুণ সুযোগ। যদি শিরোপাটা জিতে নিতে পারে লিভারপুল, তাহলে ক্লপের শেষটা হবে আরও মধুর। কেননা চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও ইউরোপায় এখনও কোনো ট্রফির দেখা পায়নি তারা। ক্লপ যুগে একবার (২০১৫-১৬ মৌসুম) এই প্রতিযোগিতার ফাইনালে অংশ নিয়েছিল লিভারপুল। সেবার আর চ্যাম্পিয়ন হতে পারেনি।

খুব একটা বেশি ক্লাবে কোচিং করানো হয়নি ক্লপের। ২০০১ সালে মেইনজ দিয়ে শুরু হয়েছিল কোচিং ক্যারিয়ার। এর পর বরুশিয়া ডর্টমুন্ডে ২০১৫ পর্যন্ত ছিলেন। সেখান থেকে লিভারপুলে। হয়তো বিরতি দিয়ে আর কোচিংয়ে নাও ফিরতে পারেন সাবেক এই জার্মান খেলোয়াড়।

আরও পড়ুন

×