ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চোটে ছিটকে গেলেন মুশফিক

টেস্টের হাতছানি হৃদয়ের

টেস্টের হাতছানি হৃদয়ের

অনুশীলনে তাওহিদ হৃদয়। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪ | ১২:৪৫ | আপডেট: ২০ মার্চ ২০২৪ | ১৫:৩৭

মুশফিকুর রহিমের মানসিক দৃঢ়তা দেখে ভীষণ মুগ্ধ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট নিয়েও খেলে গেছেন শেষ ওয়ানডে। ‘আমি নিশ্চিত মুশফিক রোজা রেখে খেলেছে। তার মানে হলো ব্যথানাশক ওষুধও খায়নি। কী মানসিক শক্তি! টেস্টে তাকে না পাওয়া ক্ষতি হয়ে গেল।’ প্রধান নির্বাচকের এই আলাপনের কয়েক ঘণ্টা পর বিসিবি থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না মুশফিকের। তাঁর ফিরতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। স্বাভাবিকভাবে উইকেটরক্ষক এ ব্যাটারের বদলি কে হচ্ছে এই প্রশ্ন চলে আসে। এর উত্তর আজ পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছে বিসিবি।

তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, টেস্ট দলে মুশফিকের বিকল্প হিসেবে তাওহিদ হৃদয়কে প্রথম পছন্দ নির্বাচকদের। টিম ম্যানেজমেন্ট রাজি থাকলে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনা করে হৃদয়কে নেওয়া হতে পারে টেস্ট দলে।

বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২০২৩ সালে জাতীয় দলে জায়গা করে নেন হৃদয়। টি২০তে থিতু হওয়ার পর ওয়ানডে দলেও জায়গা পান। সাদা বলে ধারাবাহিক ভালো করায় লাল বলের ক্রিকেটে বিবেচনা করা হতে পারে তাঁকে। যদিও খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলা হয়নি তাঁর। ১৪টি ম্যাচ খেলে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন তিনি। সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস খেলেছেন বগুড়ার এ ক্রিকেটার। তিনটি শতক আর চারটি অর্ধশতক করা হৃদয় লাল বলের ক্রিকেটেও ভালো করতে পারেন। কারণ কোচ চন্ডিকা হাথুরুসিংহের আস্থার জায়গায় আছেন তিনি। তবে সবকিছুর উত্তর মিলবে আজ নির্বাচকদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের মিটিংয়ে।

সোমবার ওয়ানডে সিরিজ শেষ করে ক্রিকেটারদের অনেকে ঢাকায় ফিরে আসেন। ফেরার দলে ছিলেন মুশফিকসহ চোটাক্রান্ত অনেকে। গতকাল ঢাকার এভারকেয়ার হাসপাতালে এমআরআই করার ভিড় পড়ে গিয়েছিল। সৌম্য সরকারের ঘাড়, মাথা ও হাঁটুতে, মুশফিকের হাতের আঙুল পরীক্ষা করা হয়। স্ক্যান করার সময়ই মুশফিকের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়ে। সৌম্যর ঘাড়, মাথা ঠিক থাকলেও হাঁটু নিয়ে চিন্তা করা হচ্ছে। শেষ পর্যন্ত কোনো সমস্যা পাওয়া না গেলেও এখনই ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না এ ওপেনার। এবার বোধ হয় লিগই খেলতে পারবেন না মুশফিক। এক মাস চোট পরিচর্যা করতে হবে তাঁকে। এপ্রিলের মাঝামাঝি সময়ে ব্যাট হাতে নিতে পারবেন তিনি।

আরও পড়ুন

×