শিরোপার স্বপ্ন ছাড়ল বায়ার্ন, সব দায় হ্যারি কেইনের!

ডর্টমুন্ডের কাছে হেরে বায়ার্নের লিগ শিরোপার আশা শেষ। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৪ | ২০:২১
অভাগা আর কাকে বলে! বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে রেকর্ড গোল করেছেন হ্যারি কেইন, লিগেও এখন শীর্ষ গোলদাতা তিনি। অথচ এখন বায়ার্ন মিউনিখের ব্যর্থতার সব দায় চাপানো হচ্ছে তাঁর কাঁধে। ইংলিশ স্ট্রাইকারের রীতিমতো মুণ্ডুপাত করছেন বায়ার্ন সমর্থকরা।
তাদের এই রাগের কারণ, শনিবার রাতে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে হারা ‘ডার ক্ল্যাসিকার’ এ অবিশ্বাস্য সব মিস করেছেন কেইন। বায়ার্নের হারের দিনে শেষ মুহূর্তে দুই গোল করে নাটকীয়ভাবে হফেনহাইমকে ২-১ ব্যবধানে হারিয়ে লিগ শিরোপার দ্বারপ্রান্তে চলে গেছেন বায়ার লেভারকুজেন। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে গেছে জাবি আলোনসোর দল।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দশম মিনিটেই এগিয়ে গিয়েছিল সফরকারী ডর্টমুন্ড। ২২ মিনিটের সময় ছোট বক্সের ভেতরে একেবারে ফাঁকায় দারুণ একটি ক্রস পেয়ে গিয়েছিলেন কেইন। সমতা ফেরানোর অতি সহজ সে সুযোগকে তিনি হেড করে অবিশ্বাস্যভাবে বাইরে পাঠিয়ে দেন। দ্বিতীয়ার্ধে কর্নার থেকে আরও একটি মোক্ষম সুযোগ পেয়েছিলেন ইংলিশ এ স্ট্রাইকার।
এবারও সবাইকে হতবাক করে দিয়ে তাঁর হেড বাইরে চলে যায়। শেষ মুহূর্তে তিনি অবশ্য ডর্টমুন্ডের জালে বল পাঠিয়ে ছিলেন। কিন্তু বায়ার্ন সমর্থকদের কাটা ঘায়ে নুনের ছিটার মতো অফসাইডের অজুহাতে সেটি বাতিল হয় ভিএআর পরীক্ষায়। এরই মধ্যে ৮৩ মিনিটে ব্যবধান ২-০ করে ডর্টমুন্ড।
বায়ার্ন সমর্থকরা তো বটেই, হ্যারি কেইনের এই মিসে রেগে আগুন সতীর্থ জসুয়া কিমিচও। জার্মান এ মিডফিল্ডার প্রচণ্ড ক্ষোভ নিয়ে বলেছেন, এ রকম মিস তিনি কল্পনাও করতে পারেন না। লিগ শিরোপার আশা তো আরও আগেই শেষ হয়ে গেছে, ডর্টমুন্ডের কাছে হারে যেন ব্যর্থতার ষোলোকলা পূরণ হলো বায়ার্নের।
কিমিচের শঙ্কা ঘরের মাঠে ‘ডার ক্ল্যাসিকার’ হারায় তাদের মনোবল ধূলিসাৎ হয়ে গেছে। আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও এর প্রভাব পড়বে। হারের পর রাগে ফুসতে ফুসতে কিমিচ বলেন, ‘আমি হতবাক হয়ে গেছি, এতটা বাজে আমরা কেমন করে খেলতে পারলাম! এটা আমার কাছে সম্পূর্ণরূপে ব্যাখ্যাতীত। এ ধরনের মিস কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের খেলোয়াড়দের বাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করা উচিত।’
বায়ার্ন কোচ টমাস টুখেল বলেছেন, এই হারের পর আর কোনো আশা বেঁচে রইল না। বায়ার লেভারকুজেনকে ‘অভিনন্দনও’ জানিয়েছেন তিনি।