গাড়ি দুর্ঘটনায় হাসপাতালে হ্যারি কেইনের তিন সন্তান

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪ | ১৬:৩৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২৪ | ১৬:৩৬
গাড়ী দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ইংলিশ তারকা ফুটবলার হ্যারি কেইনের তিন সন্তান। তবে তারা সুস্থ রয়েছে। কেইনের পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারও ক্ষতি হয়নি।
গত সোমবার রাতে বায়ার্ন মিউনিখের হয়ে আর্সেনালের মুখোমুখি হতে ইংল্যান্ডে ফেরেন কেইন। সেদিন বিকেল ৫টা ১৫ মিনিটে মিউনিখের কাছাকাছি বাভারিয়ায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। হাইওয়ের স্লিপ লেন দিয়ে যাওয়ার চেষ্টার সময় একটি কালো মার্সিডিজ ভিতো ফন এবং রেনাল্টের মধ্যে সংঘর্ষ হয়। এমনটাই জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম বিল্ড।
এ প্রসঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবক দমকল প্রধান বিবিসিকে বলেছেন যে কেইনের সন্তানরা সবাই 'খুব ভাগ্যবান'। কেউ গুরুতর আহত হয়নি। কেবল মাত্র রুটিন চেক-আপের জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে গাড়িগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।
বাভারিয়ান পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনায় দুই গাড়িতে মোট নয়জন সদস্য ছিল। সবাই সামান্য আহত হয়েছেন, যার মধ্যে একজন মহিলাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
- বিষয় :
- হ্যারি কেন