ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইতিহাস বদলাতে চান এনরিকে, চান ইতিহাসের পুনরাবৃত্তিও

ইতিহাস বদলাতে চান এনরিকে, চান ইতিহাসের পুনরাবৃত্তিও

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে মুখোমুখি হচ্ছে বার্সা-পিএসজি। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ১৯:০৫

লুইস এনরিকে ও জাভি হার্নান্দেজ; দু’জনই বার্সেলোনার হয়ে খেলেছেন। জাভি এখন বার্সার কোচ। ওই একই চেয়ারে বসে ট্রেবল জিতেছেন এনরিকে। দু’দলই আবার নতুন প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টায় আছে। সম পর্যায়ের দুই দল রাতে (১টায়) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে। যে লড়াই একই ফুটবল দর্শন দিয়ে একে-অপরকে পরাস্ত করারও। 

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথম লেগে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ৩-২ গোলে হেরেছে পিএসজি। বার্সার মাঠে তাই সরাসরি শেষ চারে যেতে অন্তত ২ গোলের ব্যবধানে জিততে হবে এমবাপ্পে-ডেম্বেলেদের। ওই জয় পাওয়ার বিষয়ে আশাবাদী এনরিকে। ডাগ আউট বদলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চান তিনি। ভাঙতে চান পিএসজির বাজে এক রেকর্ডও।   

২০১৭ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বার্সেলোনা-পিএসজি ম্যাচের কথা ফুটবল ভক্তদের ভুলে যাওয়ার কথা নয়। ওই মৌসুমে প্রথম লেগে ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছিল পিএসজি। পরের লেগে ঘরের মাঠে নেইমারের জাদুতে বার্সা জিতেছিল ৬-১ গোলে। যা চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের অন্যতম সেরা কামব্যাক। ওই মৌসুমে বার্সার কোচ ছিলেন এনরিকে। 

এবার পিএসজির কোচ হিসেবে একই ঘটনা ঘটাতে চান এনরিকে। কিন্তু রেকর্ড পিএসজির পক্ষে নয়। চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে প্রথম লেগে হারের পর পিএসজি কখনও কামব্যাক করতে পারেনি। যা এবার করে দেখাতে চান তিনি, ‘পিএসজি প্রথম লেগে হারের পর কখনও জিততে পারেনি। তবে মঙ্গলবার রেকর্ডটা ভাঙার দিন।’ 

তিনি বলেন, ‘এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর সময়টা কঠিনই যায়। মানসিকভাবে কাটিয়ে ওঠা কঠিন হয়। কিন্তু এখানে একটা ভালো বিষয় হচ্ছে, একই প্রতিপক্ষের বিপক্ষে দু’বার খেলার সুযোগ পাওয়া যায়। আমি মনে করি, প্রথম লেগে অন্তত সমতা করা উচিত ছিল আমাদের। এবার আমাদের ভালো খেলতে হবে। পিছু হটার সুযোগ নেই।’

বার্সার মাঠে নিজেদের কৌশল নিয়ে এনরিকে জানিয়েছেন তারা আক্রমণাত্মক ফুটবল খেলবেন, ‘আমরা হাই প্রেসিং ফুটবল খেলবো, তারা সম্ভবত লম্বা পাসে খেলবে। প্রথম লেগে টের স্টেগান ২৪টি লং শট নিয়ে রেকর্ড ভেঙেছেন। আমার মনে হয়, দ্বিতীয় লেগেও তারা একইভাবে খেলবে।’

আরও পড়ুন

×