ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘হার্দিককে নিয়ে মতবিরোধ ছিল, রিংকু দুর্ভাগা’

‘হার্দিককে নিয়ে মতবিরোধ ছিল, রিংকু দুর্ভাগা’

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ২০:১৮ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ | ২১:৫৮

টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। তারকা সমৃদ্ধ ক্রিকেট খেলুড়ে দেশ হওয়ায় অনেক বড় নাম দল থেকে বাদ পড়েছেন। সুযোগ পেয়েছেন শিভাম দুবে, সানজু স্যামসনের মতো ক্রিকেটাররা। 

তবে ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি লোয়ার অর্ডারে দারুণ ফর্মে থাকা রিংকু সিংয়ের। আবার হার্দিক পান্ডিয়া ফর্মে না থাকলেও দলে জায়গা পেয়েছেন, বিশ্বকাপের সহ অধিনায়কও তিনি। অথচ তাকে দলে নেওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টের মধ্যে মতবিরোধ ছিল। 

সংবাদ সংস্থা পিটিআই-কে বিসিসিআই-এর সূত্র বলেছে, ‘সানজু স্যামসনকে দলে নেওয়ার বিষয়ে তেমন কোন বিতর্ক ছিল না। তবে হার্দিক পান্ডিয়ার জায়গা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতবিরোধ ছিল। রিংকুকে দুর্ভাগা বলতে হবে। দুবে ও রিংকুর মধ্যে টস করে একজনকে নেওয়া হয়েছে বলতে পারেন।’ 

সানজু স্যামসনের কাছে জায়গা হারিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুল এবং ইশান কিশান। তারা টপ অর্ডার ব্যাটার। টপে জায়গা ফাঁকা না থাকায় মিডলে ব্যাটিং করা সানজু সুযোগ পেয়েছেন। প্রথম পছন্দের উইকেটরক্ষক ও মিডল অর্ডার ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছেন ঋষভ পান্ত। সানজু ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বেও দারুণ করছেন।

আরও পড়ুন

×