ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিশ্বকাপ

কানাডা, ওমান ও নেপালের দল ঘোষণা

কানাডা, ওমান ও নেপালের দল ঘোষণা

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৪ | ১২:১০ | আপডেট: ০২ মে ২০২৪ | ১৩:৪৬

আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপকে কেন্দ্র করে দল ঘোষণা শুরু করেছে দলগুলো। চমক রেখে দেল ঘোষণা করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের মতো বড় দলগুলো। পিছিয়ে নেয় ছোট দলগুলোও। প্রথমবার ২০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে এবার প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বেশ কয়েকটি দল। বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে কানাডা, ওমান ও নেপাল।

ওমান দল

নতুন অধিনায়ক আকিব ইলিয়াসের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ওমান। গতকাল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানকে নেতৃত্ব দেওয়া জিসান মাকসুদের স্থলাভিষিক্ত হয়েছেন ইলিয়াস। জিসান অধিনায়ক না থাকলেও দলে আছেন।

ওমানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি ওপেনিং ব্যাটার জতিন্দর সিং আর লেগস্পিনার সামায় শ্রীভস্তভের। তারা আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

বিশ্বকাপে ওমান আছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। ২ জুন বার্বাডোজে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে ওমান।

ওমানের বিশ্বকাপ স্কোয়াড: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিসান মাকসুদ, কাশ্যাপ প্রজাপতি, প্রাতিক আথাভেল (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মাদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রাফিকউল্লাহ, কালিমউল্লাহ, ফায়াজ বাট ও শাকিল আহমেদ।

নেপাল ক্রিকেট দল

এদিকে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত পাওদেলের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে যাবে নেপাল। দলে নেই তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। ধর্ষণ মামলায় জেলে আছেন তিনি।

দলে বড় কোনও চমক নেই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা গুলশান ঝা তারুণ্য নির্ভর দলটিতে রয়েছেন। জায়গা ধরে রেখেছেন ১৯ বছর বয়সী প্রতীশ জিসি। ২০১৪ সালের ডেব্যু আসর থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন সোমপাল কামি। রয়েছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার কারান কেসি। তিনি দলটির সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়। স্পিন আক্রমণে নেতৃত্বে দেবেন ললিত রাজবনশি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে নেপাল। যেখানে তাদের গ্রুপ সঙ্গী দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস।

নেপালের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত পাওদেল(অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশাল ভুর্তেল, তুকুশার মাল্লা, দীপেন্দ্র সিং এইরি, ললিত রাজবনশি, কারান কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতীশ জিসি, সন্দীপ জোরা, অবিনাশ বোহরা, সাগর ঢাকাল ও কামাল সিং এইরি।

কানাডা দল

এদিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে অংশ নিতে যাচ্ছে কানাডা। অন্যান্য দেশের মতো আসন্ন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে উত্তর আমেরিকার দেশটিও। অলরাউন্ডার বিন জাফরকে অধিনায়ক ঘোষণা করেছে কানাডা। দলটি বিশ্বকাপে নবীন হলেও স্কোয়াডে থাকা অধিকাংশ ক্রিকেটার ত্রিশোর্ধ্ব বয়সের। ১৫ সদস্যের স্কোয়াডে মাত্র ৪ জন ক্রিকেটার আছেন, যাদের বয়স ৩০ এর কম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে কানাডা। এই গ্রুপের অন্য দলগুলো হলো- ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

কানাডার বিশ্বকাপ স্কোয়াড: সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগট সিং, রবিন্দরপাল সিং, রায়ানখান পাঠান, রয়নভান মোহন।

আরও পড়ুন

×