সিলেটে ভারতীয় নারীদের ‘শিলাবৃষ্টি বিলাস’

বৃষ্টির সঙ্গে পড়া শিলা কুড়াতে ব্যস্ত ভারতের নারী ক্রিকেটার। ছবি: ইউসুফ আলী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৪ | ১৭:৪৫ | আপডেট: ০৬ মে ২০২৪ | ১৮:৩০
সিলেটে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারতের নারী ক্রিকেট দল। তবে ম্যাচটি আপাতত বৃষ্টির কারণে বন্ধ আছে।
শুরুতে ব্যাট করতে নামে ভারত। ঝড়ো শুরু করে ৫.৫ ওভারে ৪৮ রান তোলার পর বৃষ্টি নামে। শুধু বৃষ্টি নয় শিলাও ছিল সঙ্গে। ওই শিলা বৃষ্টিতেই মাঠে নেমে বিলাস শুরু করেন ভারতের কয়েক জন নারী ক্রিকেটার।
তারা মাঠে পড়ে থাকা শিলা কুড়াতে শুরু করেন। শিলার ঠান্ডা পানি মুখে মাখেন। হাতে করে শিলা অক্ষত অবস্থায় কতদূর নিয়ে যাওয়া যায় ওই চেষ্টায়ও নামেন।
এছাড়া বেঞ্চে থাকা আরও ক’জন ভারতের নারী ক্রিকেটারকে বৃষ্টির মধ্যে নেমে আসতে দেখা যায়। গরমের মধ্যে এই বৃষ্টি, সঙ্গে আবার শিলা পাওয়া তাদের কাছে যেন বিলাসিতা করাই জিনিস।
- বিষয় :
- বাংলাদেশ-ভারত
- নারী ক্রিকেটার