ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দুই বুড়োর চুক্তি নিয়ে বেকায়দায় রিয়াল 

দুই বুড়োর চুক্তি নিয়ে বেকায়দায় রিয়াল 

রিয়ালের মিডফিল্ডার লুকা মডরিচ ও টনি ক্রুস। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৪ | ২২:৫৮ | আপডেট: ১৪ মে ২০২৪ | ০৮:১৮

দল বদলের বাজারে গত কয়েক বছর অসাধারণ পারদর্শীতা দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। যখন যাকে ছাড়ার দরকার ছেড়েছে, আবার দরকার মতো খেলোয়াড়ও কিনেছি। ফ্রি এজেন্টে বাগিয়েছে বড় বড় দান। তবে এবার দুই ক্লাব কিংবদন্তি লুকা মডরিচ ও টনি ক্রুসকে নিয়ে উভয় সংকটে পড়েছে লস ব্লাঙ্কোস বোর্ড। 

গত কয়েক বছরে রিয়াল মাদ্রিদের ক্যাম্প ছেড়েছেন করিম বেনজেমা, কাসেমিরো, এডেন হ্যাজার্ড, গ্যারেথ বেলরা। আবার রুডিগার, ডেভিড আলাবাদের ফ্রি এজেন্টে দলে নিয়েছে তারা। কিলিয়ান এমবাপ্পেও ফ্রি’তে রিয়ালে আসার পথে। ভিনিসিয়াস-রদ্রিগো-বেলিংহামে বিনিয়োগও কাজে দিয়েছে। 

এখন মডরিচ ও ক্রুসের বিষয়ে সিদ্ধান্তে আসতে পারছে না ফ্লোরেন্তিনো পেরেজরা। চলতি মৌসুম শেষেই কিংবদন্তি দুই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি শেষ রিয়ালের। তবে তাদের বিষয়ে আগামী সপ্তাহেই সিদ্ধান্তে পৌছে যেতে পারে রিয়াল। 

সংবাদ মাধ্যম সূত্রে যতটুকু জানা গেছে, ৩৯ বছরে পা দেওয়ার পথে থাকা মডরিচের সঙ্গে চুক্তি নবায়ন নাও করতে পারে রিয়াল মাদ্রিদ। তাকে কোচিং স্টাফে যোগ দেওয়ার প্রস্তাব দিতে পারে রিয়াল। তবে লুকা আরও এক মৌসুম ইউরোপে না হোক ইউরোপের বাইরে খেলতে চান। অন্য দিকে ৩৪ বছরের ক্রুসের সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করতে পারে ব্লাঙ্কোসরা।

রিয়ালের নিয়মই এটা- ৩০ উর্ধ্বো কোন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবায়ন করলে তা হয় এক বছরের। ক্রুসের সঙ্গেও হয়েছে এমনটা। লুকা-টনির পাশাপাশি আরও এক অভিজ্ঞ ফুটবলারের বিষয়ে সিদ্ধান্তে আসতে পারে রিয়াল। তিনি ন্যাচো ফার্নান্দেজ। ৩৪ বছরের ডিফেন্ডারের সঙ্গেও মৌসুম শেষে চুক্তি শেষ রিয়ালের। এসি মিলানে যোগ দেওয়ার গুঞ্জন আছে তার।

আরও পড়ুন

×