কোহলির সর্বাধিক ছক্কার রেকর্ড ভাঙা কে এই অভিষেক

ভারতীয়দের মধ্যে এক আইপিএল আসরে সর্বাধিক ছক্কা অভিষেকের। ছবি: আইপিএল টি-২০ ডটকম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৪ | ১৯:৪৪ | আপডেট: ১৯ মে ২০২৪ | ১৯:৪৪
আইপিএলের এক আসরে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়েছেন তরুণ অভিষেক শর্মা। চলতি আসরে তার ব্যাট থেকে এসেছে ১৩ ম্যাচে ৪১টি ছক্কা।
এর আগে বিরাট কোহলি ২০১৬ সালের আইপিএলে ১৬ ম্যাচ খেলে ৩৮টি ছক্কা মেরেছিলেন। ওই রেকর্ড ভাঙা অভিষেকের সামনে এবার গেইল-বাটলারদের রেকর্ড ভাঙার সুযোগ।
অভিষেক শর্মা এক আসরে সর্বাধিক ছক্কার তালিকায় ষষ্ঠ নম্বরে আছেন। পাঁচে থাকা গেইল ৪৪টি এবং চারে থাকা বাটলার ৪৫টি ছক্কা মেরেছেন। দলের প্লে অফ নিশ্চিত হওয়ায় অভিষেকের সামনে এখনও ম্যাচ আছে। ওই রেকর্ড ভাঙারও সুযোগ আছে। যদিও এক আসরে গেইলের ৫৯ ছক্কা রেকর্ড ধরা ছোঁয়ার বাইরেই থাকবে।
কোহলির ছক্কার রেকর্ড ভাঙা এবং গেইল-বাটলারদের সঙ্গে উচ্চারিত হওয়া এই অভিষেক শর্মা ২৩ বছরের এক ব্যাটার। ২০১৮ সালে দিল্লির হয়ে তার আইপিএল অভিষেক হলেও তখন সেভাবে আলোয় আসতে পারেননি। ইনজুরির কারণে সুযোগও হারিয়েছেন।
এবার হায়দরাবাদের হয়ে দুর্দান্ত খেলছেন তিনি। ট্রাভিস হেডের ওপেনার সঙ্গী হয়ে আইপিএলে চলতি আসরে তার নামের পাশে ৪৬৭ রান। তিনি নবম সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া এবারের আইপিএলের আগে টি-২০ ঘরোয়া ক্রিকেটে সর্বাধিক রান করেছিলেন তিনি।
- বিষয় :
- আইপিএল-২০২৪
- অভিষেক শর্মা