ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রেফারি নিয়ে মোহামেডানের আপত্তি

রেফারি নিয়ে মোহামেডানের আপত্তি

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৪ | ১১:৫৫

ঘরোয়া ফুটবলে রেফারি নিয়ে বিতর্ক অনেক বছর ধরেই হয়ে আসছে। ম্যাচের আগে রেফারি পরিবর্তনের দাবিও তুলেছিল অনেক ক্লাব। নতুন করে সেই দাবি তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২২ মে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান। সেই ম্যাচ পরিচালনা করার যে তালিকা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তাতে আপত্তি জানিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। 

নির্দিষ্ট করে পাঁচ রেফারির নাম উল্লেখ করে বাফুফেকে চিঠি দিয়েছে মোহামেডান। ক্লাবটির ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ স্বাক্ষরিত চিঠিতে ওই পাঁচ রেফারিকে পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করেছে। তাদের কেউ যেন ফাইনাল পরিচালনা না করেন।

গত বছরও ফেডারেশন কাপে আবাহনীর বিপক্ষে ফাইনালের আগে রেফারি নিয়ে আপত্তি জানিয়েছিল মোহামেডান। শুধু তাই নয়, মোহামেডানের সমর্থক গোষ্ঠী রেফারি নিয়ে সংবাদ সম্মেলনও করেছিল। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনর কাছে চিঠিও দিয়েছিল তারা। সেই সময় ক্লাবের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা সামনে ছিলেন না। এবার সরাসরি ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ফিরোজ রশীদ স্বাক্ষরিত চিঠি ফেডারেশনে দিয়েছে তারা। 

এ প্রসঙ্গে মোহামেডান ক্লাবের ম্যানেজার ও সাবেক জাতীয় ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করে দেখেছি। নির্দিষ্ট ৫ রেফারি ঘুরেফিরে কিংসের ম্যাচ পরিচালনা করেছেন। তারা নিরপেক্ষ বাঁশি বাজাননি। তাই আমরা চাই ফাইনালে তারা যেন না থাকেন। অন্য যারা আছেন, তাদের মধ্যে কেউ রেফারিং করুক। আমাদের কথা পরিষ্কার, যে কোনো দল অনিয়ম করুক না কেন, রেফারিং সুষ্ঠু হতে হবে। তা সেই সিদ্ধান্ত আমাদের দলের বিপক্ষে গেলেও সমস্যার কিছু নেই। যেন ফাইনালটা জমজমাট হয়।’

অতীতে রেফারি নিয়ে আপত্তি করেছিল বসুন্ধরা কিংসও। এখন দেখা যাক রেফারি নিয়ে কী সুরাহা করে বাফুফে।

আরও পড়ুন

×