ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আগামী আইপিএলেও খেলবেন ধোনি?

আগামী আইপিএলেও খেলবেন ধোনি?

চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার ধোনি। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৪ | ১৯:০০

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এমএস ধোনি অবসর নেওয়ার পর থেকেই চলছে গুঞ্জন। আইপিএল থেকে কবে অবসরে নেবেন ধোনি? কবে শেষ হবে তার ক্রিকেট ক্যারিয়ার? এরপর কী করবেন তিনি? বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের চলতি আসরেই এসব প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সংশ্লিষ্টদের থেকে কিছু ধারণা ছাড়া কিছুই মেলেনি। 

প্লে অফের দৌড়ে থেকেও ধোনির দল চেন্নাই সুপার কিংস গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ব্যাঙ্গালুরুর সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় শেষ হয়েছে তাদের যাত্রা। কোহলিদের বিপক্ষে ওটাই কি ধোনির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ? এই প্রশ্নের কোন উত্তর ম্যাচ শেষে দেননি ধোনি। 

ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ জানিয়েছেন, তারা কিছু জানেন না, ‘তিনি আমাদের কিছু বলেননি। ধোনি আসলে এসব বিষয়ে কাউকে কিছু বলেন না, তিনি নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে নেন।’

ধোনির ভবিষ্যত সম্পর্কে জানতে তাই তার ঘোষণার জন্যই অপেক্ষা করতে হবে। ওই ঘোষণা কবে আসবে? আগামী আইপিএলের আগে? সংবাদ মাধ্যম জানাচ্ছে, অতদিন অপেক্ষা করতে হবে না। আইপিএলের নিয়ম অনুযায়ী, নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে আগে কাদের ক্লাবগুলো ধরে রাখছে এবং ছেড়ে দিচ্ছে ওই তালিকা জমা দিতে হয়। চেন্নাই ম্যানেজমেন্ট ওই তালিকা জমা দিলেই ধোনি থাকছেন কিনা জানা যাবে। সেজন্য অপেক্ষা করতে হতে পারে নভেম্বর পর্যন্ত। 

সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক ম্যাথু হেইডেন বলছেন এটাই ধোনির শেষ ম্যাচ। আবার ধোনির দীর্ঘদিনের সতীর্থ আম্বাতি রাইডু বলছেন, এটাই ধোনির শেষ নয়। হেইডেন বলেন, ‘আমার মনে হচ্ছে, ধোনিকে আমরা শেষবার খেলতে দেখলাম। তবে চেন্নাই শিবিরে শেষবার নয় নিশ্চিত। সে চেন্নাইয়ের মেন্টরের ভূমিকায় না থকালে আমি অবাক হবো।’ 

রাইডু বলেছেন, ‘ধোনি এভাবে শেষ করতে চাননি। তার চোখে মুখে আমি হতাশা দেখেছি। তিনি প্লে অফে কোয়ালিফাই করতে চেয়েছিলেন এবং মাথা উঁচুতে রেখে শেষ করতে চেয়েছিলেন। আপনি ধোনিকে নিয়ে কিছু লিখে দিতে পারবেন না। দেখবেন, হয়তো আগামী মৌসুমে তিনি খেলার জন্য প্রস্তুত।’

সংবাদ মাধ্যমকে চেন্নাইয়ের ভেতরের সূত্র জানিয়েছে, দল নিয়ে মালিক শ্রীনিবাসনের আলাদা পরিকল্পনা আছে। ক্লাবটি পৃষ্ঠপোষকতায় থাকা ইন্ডিয়া সিমেন্টের চুক্তি বাতিল করতে চায়। যে কারণে ধোনিকে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে। সেই ভূমিকা কী হবে সেটা ধোনি এবং শ্রীনিবাস বসেই ঠিক করবেন। এখানে অন্য কারো নাক গলানোর তেমন সুযোগ নেই। 

আরও পড়ুন

×