ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মৌসুম শেষে অবসরে ক্রুস

মৌসুম শেষে অবসরে ক্রুস

টসি ক্রুস। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪ | ২২:৩৮ | আপডেট: ২১ মে ২০২৪ | ২৩:০৬

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন টনি ক্রুস। আসন্ন ইউরো শেষে আবারও আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন তিনি। এছাড়া চলতি মৌসুমই তার পেশাদার ক্লাব ফুটবলের শেষ বলে জানিয়ে দিয়েছেন জার্মানির রিয়াল মাদ্রিদ কিংবদন্তি। 

রিয়াল মাদ্রিদের সঙ্গে চলতি মৌসুমে তার চুক্তি শেষ হচ্ছে। ওই চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ। টনি ক্রুস আগেই জানিয়ে রেখেছিলেন, রিয়াল মাদ্রিদের পর নতুন করে কোন ক্লাবের সঙ্গে চুক্তিবন্ধ হবেন না তিনি। 

এটাই তাই পেশাদার ফুটবলে তার শেষ মৌসুম। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে অবশ্য আরও এক মৌসুম চুক্তি নবায়নের প্রস্তাব ছিল। তবে লুকা মডরিচের মতো আগামী মৌসুমে তাকেও বেঞ্চে বসার সম্ভাবনা ছিল। টনি তা চান না বলেই চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন। 

অবসরের ঘোষণায় টনি ক্রুস বলেন, '২০১৪ সালে রিয়ালের সঙ্গে চুক্তির পরে শুধু ফুটবলার হিসেবে নয়, মানুষ হিসেবে আমার জীবন বদলে গেছে। ১০ বছর পরে ওই যাত্রার সমাপ্তি ঘটছে। যার অর্থ এই গ্রীষ্ম ও ইউরো শেষে আমার ক্যারিয়ার শেষ হচ্ছে। আমি এই সময় কখনও ভুলবো না। আমি গর্বিত এবং আনন্দিত।'

ক্রুস আরও বলেন, 'আমি অন্য ক্লাবে যেতে চাইনি। এখান থেকেই শেষ করতে চেয়েছি। চাইলে আরও কিছুদিন খেলতে পারতাম। তবে বেঞ্চে বসতে চাইনি। আমি ফুটবল উপভোগ করতে চেয়েছি। আমি মনে করি, অবসরের এটা সেরা সময় এবং এটিই আমার ক্যারিয়ারের সেরা মৌসুম।' 

আরও পড়ুন

×