ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গ্রিজুর সঙ্গে সমস্যা নেই: মেসি

গ্রিজুর সঙ্গে সমস্যা নেই: মেসি

ছবি: দি সান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ০৬:১৯ | আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ | ০৬:৩০

'আমাদের খুব একটা কথা হয়না।' মেসিকে নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দেওয়া অ্যান্তোনিও গ্রিজম্যান বলেন কথাটা। দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে হলে তাদের বোঝাপড়া জরুরি বলে উল্লেখ করেন গ্রিজু। তিনি বার্সায় এসেছেন মেসির সতীর্থ হতে। কিন্তু মেসি খুব একটা কথা বলেন না। গ্রিজম্যান নিজেও একটু স্বল্পভাষী। সেজন্য দু'জনের আলাপ-সালাপ কম হয় বলে উল্লেখ করেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড অ্যান্তোনিও গ্রিজম্যান।

তার এই কথার জের ধরে গুঞ্জন বেরুতে সময় লাগেনি। তাহলে কি গ্রিজম্যানের সঙ্গে মেসির বনিবনা হচ্ছে না? মেসি কি গ্রিজুকে বার্সায় আপন করে নেননি। চলতি মৌসুমের শুরুতে গ্রিজম্যানকে কেনার জন্য নেইমারকে কিনতে পারেনি বার্সা। কারণ কাতালানদের হাতে খেলোয়াড় কেনার জন্য অর্থ ছিল কম। এটা কি কোন কারণ?

এমন যখন গুঞ্জন চলছে তখন মেসি জানিয়ে দিলেন, তাদের কোন সমস্যা নেই। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ক্যাম্প ন্যুতে ২-১ গোলের জয় পায় বার্সা। ম্যাচ শেষে বার্সেলোনার সেরা তারকা মেসি বলেন, 'অবশ্যই আমাদের মধ্যে কোন সমস্যা নেই। দলের সবার সঙ্গেই আমাদের ভালো সর্ম্পক। আমরা মিলে-মিশেই আছি।'

ইনজুরি কাটিয়ে চলতি মৌসুমে এই প্রথম পুরো সময় খেললেন মেসি। শেষ দিকে তার পাস ধরে গোল করে জয় পায় বার্সা। ঘরের মাঠে পয়েন্ট হারানোর লজ্জা এড়ায়। এ নিয়ে মেসি বলেন, 'আমরা খুবই সতর্ক। আমরা সেরা সময়ে নেই। আমাদের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলতে হবে। আমরা জানি যে, আমাদের কঠিন সময় যাচ্ছে। তবে ইউরোপের সব বড় ক্লাবেরই খারাপ সময় যায়। তবে আমরা কক্ষপথে ফিরছি।'

আরও পড়ুন

×