ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পোল্যান্ডকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

পোল্যান্ডকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪ | ১৮:১৬

উদ্বোধনী ম্যাচে কাবাডি বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুরু। এরপর মালয়েশিয়া, তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়া এবং চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা। এই নিয়ে টানা চার জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পা রাখলো লাল-সবুজের প্রতিনিধিরা।

দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে তিনি একাই ২৫ পয়েন্ট তুলে নেন।

প্রথমার্ধে বাংলাদেশ ৩৮-১৫ পয়েন্ট এগিয়ে ছিল। বিরতির পর প্রথম আক্রমণেই পয়েন্ট পায় বাংলাদেশ। আরও এক লোনা আসে স্বাগতিকদের  ঝুলিতে। তবে প্রথম আক্রমণে এসে বোনাস পয়েন্ট পায় পোল্যান্ড। ম্যাচের ২৮, ৩৪ ও ৩৮ মিনিটে আরও তিন লোনা পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আসরে বাংলাদেশ সর্বাধিক পয়েন্ট ও লোনাসহ ৭৯-২৮ ব্যবধানে জিতে যায় ।

পোল্যান্ডকে বিপক্ষে বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ আব্দুল জলিল। ম্যাচশেষে তিনি বলেন, ‘গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছি। যা প্রাথমিক লক্ষ্য ছিল। পোল্যান্ডের বিপক্ষে বড় জয় দলকে আরও উজ্জীবিত আত্মবিশ্বাসী করেছে। আগামীকাল গ্রুপপর্বে আমাদের শেষ ম্যাচ রয়েছে নেপালের বিপক্ষে। ওই ম্যাচেও জিততে চাই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চাই। আশাকরি টানা চার ম্যাচের মতো নেপালের বিপক্ষেও আমরা জিতব।’

আগামীকাল গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে নামবে লাল-সবুজরা। যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুন

×