ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

যেমন হতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের একাদশ

যেমন হতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের একাদশ

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ১৯:২১

সর্বশেষ টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আবার ভারতের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে খুব বাজে ক্রিকেট খেলেছে তারা। ওই বাজে সময় কাটিয়ে ওঠা এবং শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মঙ্গলবার মাঠে নামছে ইংল্যান্ড। 

তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ম্যাচটি ক্যারিবীয় অঞ্চলে অর্থাৎ ব্রিজটাউনে হওয়ায় নির্ভার থাকবে ইংল্যান্ড। কারণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই দলটির অনেকেই অনেক ম্যাচ খেলেছেন। অন্য দিকে স্কটল্যান্ড প্রথমবার ওয়েস্ট ইন্ডিজে ম্যাচ খেলবে। 

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মিডল অর্ডার বিধ্বংসী। বেন স্টোকস এবার না থাকলেও জনি বেয়ারস্টো, মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোনরা যে কোন পরিস্থিতি থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। 

আবার ওই মিডল অর্ডারই ইংল্যান্ডের চিন্তার জায়গা। স্পিনের বিপক্ষে ইংল্যান্ডের মিডল অর্ডারকে সম্প্রতি ধুঁকতে দেখা গেছে। তবে  টপ অর্ডারে ইনফর্ম জস বাটলার, ফিল সল্ট ও উইল জ্যাক শুরু এনে দিতে পারলে মিডল অর্ডার দেখাতে পারে তাদের রুদ্র মূর্তি। 

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জস বাটলার, ফিল সল্ট, উইল জ্যাক, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারেন, জোফরা আর্চার, আদিল রশিদ, রিচ টপলে। 

স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্জ মুনসে, ওলি হ্যারিস, কার্লি টিয়ার, রিচি বেরিংটন, ব্রেন্ডন ম্যাকমুলেন, ম্যাথু ক্রস, ক্রিস গ্রেভেস, মার্ক ওট, ক্রিস্টোফার সোলি, সাফান শরিফ, ব্রাডলি কারি।

আরও পড়ুন

×