ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিশ্বকাপ বাছাই

অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৪ | ২০:০২

অ্যাওয়ে ম্যাচে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। হোম ম্যাচে ভালো কিছুর আশা নিয়ে মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ লড়াই করেছেন তপু বর্মন-তারিক কাজিরা। তবে ঘরের মাঠেও হারতে হয়েছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের হোম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে কুসিনি ইয়াঙ্গির গোলে হার নিশ্চিত হয়ে যায় হ্যাভিয়ের কাবরেরার শিষ্যদের।

এই জয়ে ‘আই’ গ্রুপে ৫ ম্যাচের প্রতিটি জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১। ঘরের মাঠে লেবাননের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্টটি পেয়েছিল জামাল ভুঁইয়ারা। একই সঙ্গে ঘরের মাঠে সব ম্যাচ শেষ হলো বাংলাদেশের। শেষ ম্যাচে ১১ জুন দোহায় লেবাননের মাঠে খেলবে দলটি।

বৃহস্পতিবার বসুন্ধরার কিংস অ্যারেনায় এদিন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে সাইড বেঞ্চে বসিয়ে শুরুর একাদশ সাজান কোচ ক্যাবরেরা। অধিনায়কের আর্মব্যান্ড ছিল তপু বর্মণের বাহুতে। ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়ার দাপট। তবে বাংলাদেশের মনোযোগ ছিল রক্ষণে। প্রায় ৩০ মিনিট পর্যন্ত আটকে রাখতে পেরেছিলেন ক্যাবরেরার শিষ্যরা। আরও বেশি সময় আটকে রাখতে পারতেন স্বাগতিকরা। ২৯ মিনিটে দুর্ভাগ্যজনক গোলে পিছিয়ে পড়েন লাল-সবুজের জার্সিধারীরা। ৩০ গজ দূর থেকে আজদিন রাস্টিকের জোরালো শট আটকাতে চেয়েছিলেন মেহেদি হাসান। কিন্তু বল তাঁর পায়ে লেগে দিক পাল্টে এমনভাবে জালে জড়ায়, যাতে কিছুই করার ছিল না গোলরক্ষক মিতুল মারমার। এই জায়গা থেকে গোল হজম করার দুঃস্বপ্ন পর্যন্ত করেনি বাংলাদেশ।

বিরতির পরও সকারুদের আক্রমণগুলো দারুণভাবে প্রতিহত করেন বাংলাদেশের খেলোয়াড়রা। ৬২ মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে দ্বিতীয় গোল পায় সকারুরা। বাঁ প্রান্ত থেকে জর্ডান বুশের ক্রসে কুশনি ইয়াঙ্গির হেড চলে যায় জালে। বাকি সময়ে অস্ট্রেলিয়াকে আর গোল করতে দেয়নি স্বাগতিকরা।

আরও পড়ুন

×