ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ম্যাচের আগে : হাবিবুল বাশার

এই শ্রীলঙ্কার সঙ্গে জেতা উচিত

এই শ্রীলঙ্কার সঙ্গে জেতা উচিত

হাবিবুল বাশার

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪ | ০০:৪৭ | আপডেট: ০৭ জুন ২০২৪ | ০৭:৪৩

বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে এসেছি। পেছনের সব ভুলে নবউদ্যমে কাল মাঠে নামতে হবে খেলোয়াড়দের। গত এক মাসে কেমন ক্রিকেট খেলেছে, সেদিকে ফিরে দেখা উচিত হবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দল হিসেবে খেলা গেলে শ্রীলঙ্কাকে হারাতে পারবে। যেটুকু জেনেছি, ছেলেরা গত দু-তিন দিনে চাঙ্গা হয়ে উঠেছে। জিম্বাবুয়ে সিরিজটি ছিল বিশ্বকাপের দল গোছানোর। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি ছিল বিশ্বকাপ কন্ডিশনে নিজেদের প্রস্তুত করা। ফলের দিক দিয়ে দেখলে সিরিজটি ভালো যায়নি। বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। ভালো হতো ডালাসের মাঠে প্রস্তুতি ম্যাচটি খেলতে পারলে। নিউইয়র্কে ড্রপ ইন উইকেটে ভারতের বিপক্ষে ১৮২ রানের জবাবে ১২২ রান করতে পেরেছে বাংলাদেশ। 

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে যে কেউ জিততে পারে। আশা করি, কালকের দিনটি বাংলাদেশের হবে। কারণ শ্রীলঙ্কাও কিন্তু ভালো অবস্থায় নেই। তারাও ভালো ক্রিকেট খেলছে না। নেদারল্যান্ডসের কাছে প্রস্তুতি ম্যাচ হেরেছে। বিশ্বকাপ ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। তবে ৭৭ রানে অলআউট হওয়া বেশি খারাপ হয়ে গেছে। বাংলাদেশের প্রথম হলেও লঙ্কানদের দ্বিতীয় ম্যাচ। শ্রীলঙ্কার হেরে যাওয়ার অর্থ হলো সুপার এইটে খেলার স্বপ্ন শেষ। ভালো উইকেটে শ্রীলঙ্কার ব্যাটাররা শটস খেলতে পারে। তারা যাতে সেটা না পারে, বোলারদের সে দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ দলে ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করার মতো একজনও নেই। জিততে চাইলে দল হিসেবে খেলে জিততে হবে। নির্দিষ্ট করে বললে প্রথম তিন ব্যাটারের মধ্যে অন্তত দু’জনের ব্যাট থেকে রান চাই। পাওয়ার প্লে থেকে ৫৫-৬০ রান তোলা সম্ভব হলে বড় রানের ভিত গড়ে উঠবে। 

আরও পড়ুন

×