ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হাবিবুল বাশার

হাবিবুল বাশার

ভারতের বিপক্ষে এমন ভরাডুবির কারণ জানালেন বাশার

চলতি বছর অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। সেই প্রস্তুতির লক্ষ্যে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে নিগার সুলতানার দল। তবে একের পর এক ম্যাচে বাংলাদেশ নারী দলের ব্যাটিং ব্যর্থতায় ফুটে উঠেছে স্বাগতিক দলের আসল চিত্র। ৫ ম্যাচের ৫টিতেই হেরে সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ নেয় বাংলাদেশ দল। বৃহস্পতিবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভারতের কাছে ২১ রানে হেরেছে টাইগ্রেসরা। সিরিজের প্রথম চার ম্যাচ যথাক্রমে- ৪৪ রানে, বৃষ্টি আইনে ১৯ রানে, ৭ উইকেটে এবং বৃষ্টি আইনে ৫৬ রানে হেরেছিলো নিগার সুলতানার দল।

আপডেটঃ ১১ মে ২০২৪ | ১৩:৫৩
ভারতের বিপক্ষে এমন ভরাডুবির কারণ জানালেন বাশার

‘বাকি নারী দলগুলো অনেক এগিয়ে গেছে’

অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হোয়াইটওয়াশ হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সদ্য সমাপ্ত টি২০ সিরিজেও ৫-০তে হেরেছে। নারী ক্রিকেটে হঠাৎ ছন্দপতন দুশ্চিন্তায় ফেলেছে কর্মকর্তাদের। বিশেষ করে টি২০ বিশ্বকাপের আগে দলে ব্যাপক পরিবর্তন পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে করেন হাবিবুল বাশার। বিসিবি নারী বিভাগের প্রধানের বিশ্বাস, বিশ্বকাপের আগে ১৫ থেকে ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া গেলে ভালো করার সুযোগ থাকবে। নারী ক্রিকেট নিয়ে হাবিবুল বাশারের বিশ্লেষণ শুনেছেন সেকান্দার আলী

আপডেটঃ ১১ মে ২০২৪ | ১২:২০
‘বাকি নারী দলগুলো অনেক এগিয়ে গেছে’

সর্বশেষ