ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

স্কটিশদের হারিয়ে ইংল্যান্ডকে সুপার এইটে তুলল অজিরা

স্কটিশদের হারিয়ে ইংল্যান্ডকে সুপার এইটে তুলল অজিরা

ট্রাভিস হেডের ফিফটি উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪ | ১২:৪৯ | আপডেট: ১৬ জুন ২০২৪ | ১৯:৩২

নিজেদের কাজটা সেরে রেখেছিল ইংল্যান্ড। নামিবিয়ার বিপক্ষে জিততেই হতো তাদের। কিন্তু বৃষ্টি স্বপ্ন ভঙ্গের বার্তা নিয়ে হাজির হয়েছিল। ওই ধাক্কা সামলে বৃষ্টি আইনে ৪১ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। 

কিন্তু জিতলেই সুপার এইট নিশ্চিত ছিল না সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। পরের ম্যাচে তাকিয়ে থাকতে হতো অস্ট্রেলিয়ার জয়ের দিকে। স্কটল্যান্ড জিতলেই বাড়ির টিকিট হাতে উঠে যেত জস বাটলারদের। 

ওই লড়াইয়ে অজিদের সঙ্গে ইংল্যান্ডকেও ঘাবড়ে দিয়েছিল স্কটিশরা। শেষ পর্যন্ত ২ বল থাকতে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে তারা। নিজেরা গ্রুপ সেরা হয়ে ও ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে সুপার এইটে উঠেছে। 

রোববার বাংলাদেশ সময় ভোরে সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রানের বড় সংগ্রহ তোলে স্কটল্যান্ড। ওপেনার জর্জ মানসে ২৩ বলে তিন ছক্কা ও দুই চারে ৩৫ রানের ইনিংস খেলেন। ব্রেন্ডন ম্যাকমুলেন ৩৪ বলে করেন ৬০ রান। তার ইনিংস সাজানো ছিল ছয়টি ছক্কা ও দুটি চারের শটে। এছাড়া ম্যাথু ক্রস ১৮ রান করেন। 

জবাব দিতে নেমে ৩৪ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার (১) ও তিনে নামা মিশেল মার্শ (৮) ব্যর্থ হন। ভালো করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েলও (১১)। ৬০ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান ট্রাভিস হেড ও মার্কোস স্টইনিস। ওপেনার হেড ৪৯ বলে পাঁচটি চার ও চারটি ছক্কার শটে ৬৮ রান করেন। স্টইনিস ২৯ বলে ৫৯ রান যোগ করেন। তিনি নয়টি চারের সঙ্গে ছক্কা মারেন দুটি। শেষে টিম ডেভিড ১৪ বলে ২৪ রানের ইনিংস খেলেন।   

আরও পড়ুন

×