ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তুরস্কের জয়ে গুলেরের অবিশ্বাস্য গোল  

তুরস্কের জয়ে গুলেরের অবিশ্বাস্য গোল  

সতীর্থের সঙ্গে আর্দা গুলেরের গোল উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪ | ১২:০৯ | আপডেট: ১৯ জুন ২০২৪ | ১৬:৫২

তুরস্কের মেসি বলা হয় আর্দা গুলেরকে। ছোট-খাটো গড়ন, মায়াবি চেহারার সঙ্গে মিল আছে আরও একটি। তিনি বাঁ-পায়ের তরুণ জাদুকর। বার্সেলোনার সঙ্গে লড়াই করে রিয়াল মাদ্রিদ তাকে দলে ভিড়িয়েছে। কারণটা যখনই সুযোগ পেয়েছেন বুঝিয়ে দিয়েছেন এই তরুণ। 

এবার জাতীয় দলের জার্সিতে অবিশ্বাস্য এক গোল করেছেন ১৯ বছর বয়সী গুলের। তার গোলে জর্জিয়ার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয়ে ইউরো শুরু করেছে আসরের ডার্ক হর্স খ্যাত তুর্কিরা। 

ম্যাচের ২৫ মিনিটে তুরস্ক প্রথম লিড নেয়। মার্ট মুলদুর গোল করেন। ৩২ মিনিটে সমতায় ফেরে জর্জিয়া। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে আর্দা গুলের গোল করেন। বক্সের বাহির থেকে সময় নিয়ে বাতাসে ভাসিয়ে শট নেন তিনি। গোলরক্ষক ভেবেছিলেন বল গোলবারের ওপর দিয়েই যাবে। কিন্তু জর্জিয়ার গোলরক্ষককে বোকা এবং দর্শক বানিয়ে তার শট ঢুকে যায় জালে। তুরস্ক ২-১ গোলের লিড নেয়। 

ম্যাচের যোগ করা সময়ে আরও এক গোল করে বড় জয় নিশ্চিত করে তুরস্ক। গোলটি করেন মোহাম্মদ কেরাম আকতরকগলু। বড় জয় পাওয়ায় পর্তুগালের গ্রুপে গোল ব্যবধানে শীর্ষে আছে তুরস্ক।     

আরও পড়ুন

×