রোনালদোর দেশে নতুন মেসি ‘কনসিকাও’

গোল করে জেতানো নতুন মেসি কনসিকাওকে অভিনন্দন জানান রোনালদো। ছবি: এএফপি
সুমন মেহেদী
প্রকাশ: ২০ জুন ২০২৪ | ১৫:৫২ | আপডেট: ২০ জুন ২০২৪ | ১৮:২০
অতিরিক্ত সময়ে গোল। দুর্দান্ত কামব্যাক। পিছিয়ে পড়েও পর্তুগালের ২-১ ব্যবধানে জয়। তবে চেক প্রজাতন্ত্রের হতাশার কারণ ক্রিশ্চিয়ানো রোনালদো নন। ম্যাচ জিতিয়েছেন নতুন এক মেসি! যার বয়স সবে ২১ বছর। খেলেন বাঁ পায়ে। নাম ফ্রান্সিসকো কনসিকাও। বল পায়ে তাঁর ক্ষিপ্রতা, নিয়ন্ত্রণ ও ছোটখাটো গড়নের কারণে পর্তুগালের সংবাদমাধ্যমে ‘মেসি দো অলিভাল’ বা পোর্তের মেসি বলা হয়। রেড বুল অ্যারেনায় বদলি নামার ১১১ সেকেন্ড পর আলতো টাচে জালে বল পাঠান তিনি। জার্সি খুলে ভোঁ দৌড়ে উদযাপনে মাতেন। ম্যাচ শেষে রোনালদো তাঁকে বাঁধেন উষ্ণ আলিঙ্গনে।
সব আলো কেড়ে নেওয়া এই কনসিকাওয়ের রক্তে মিশে আছে ফুটবল। তাঁর বাবা রদ্রিগো কনসিকাও পর্তুগালের জার্সি পরেছেন। নামের পাশে ৫৬ ম্যাচে ১২ গোল। ইউরোয় জার্মানির বিপক্ষে হ্যাটট্রিকও আছে তাঁর। ক্লাব ক্যারিয়ারে পোর্ত, ল্যাজিও ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন সাবেক এই লেফট উইঙ্গার। এর পর নেমে পড়েন কোচিংয়ে। ব্রাগা, নান্তেসের পর পোর্তের ডাগ আউটে দাঁড়িয়েছেন সাত বছর। বাবা রদ্রিগোর হাতেই ছেলে ফ্রান্সিসকো কনসিকাওয়ের ফুটবল শেখা। এমনকি বাবার অধীনেই পেশাদার ফুটবল শুরু। তাঁর বড় ভাইও ফুটবলার। খেলেন জুরিখে।
তবে ক্যারিয়ার যাত্রায় নিজ ঘর পোর্তোয় ধারে খেলতে হয়েছে কনসিকাওয়ের। সর্বশেষ মৌসুমে দারুণ ফুটবল খেলায় শুধু জাতীয় দলে নয়, পোর্তের সঙ্গে নতুন চুক্তিও হয়েছে তাঁর। পর্তুগালের অনূর্ধ্ব-১৬ পর্যায় থেকে অনূর্ধ্ব-২১ পর্যন্ত খেলা এই রাইট উইঙ্গার ২০২০ সালে পোর্ত ‘বি’ দলে যোগ দেন। বাবার অধীনে ২০২১-২২ মৌসুমে মূল দলে ঢোকেন। প্রতিভা দেখে তাঁকে দলে ভেড়ায় আয়াক্স। কিন্তু দুই মৌসুমে লিগে কোনো গোল করতে না পারায় ধারে পোর্তেয় পাঠিয়ে দেওয়া হয়। বলা ভালো, তাঁর বাবাই ঘরের ছেলেকে ঘরে ফেরান। ঘষে-মেজে ফর্মে ফেরান।
এর পর পোর্তের জার্সিতে সর্বশেষ মৌসুমে ৮ গোল করেছেন কনসিকাও। বয়সের কারণে ম্যাচে মিনিট কম পেয়েছেন। তবে যতটুকু মাঠে থেকেছেন বল পায়ে নিয়ন্ত্রণ, গতি ও দারুণ পাসিং দক্ষতা দেখিয়ে ভক্তদের মন জিতেছেন। যা কোচ রবার্তো মার্টিনেজের চোখ এড়ায়নি, ‘সে খুব পরিণত ফুটবলার। সরাসরি খেলতে পছন্দ করে। পোর্তের জার্সিতে গত চার মাস সে যা করেছে, দেশের হয়ে সেটাই করে দেখিয়েছে।’
- বিষয় :
- ইউরো-২০২৪
- পর্তুগাল ফুটবল
- রোনালদো