ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়াকে হারাতে যে পরিকল্পনা হাথুরুসিংহের

অস্ট্রেলিয়াকে হারাতে যে পরিকল্পনা হাথুরুসিংহের

ছবি- আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪ | ২১:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা শেষে বাংলাদেশ দল এখন সুপার এইটে। এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে টাইগাররা। তার আগে সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন। অজিদের বিপক্ষে সব বিভাগেই ভালো করার প্রত্যয় টাইগারদের এই প্রধান কোচের।

হাথুরুসিংহে বলেন, ‘পরিকল্পনা অন্য সব দলের মতোই, ব্যাটিং কিংবা বোলিংয়ে আমরা শক্তিশালী শুরু পেতে চাই। তবে অনেক জায়গাতেই ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে পিচ। আর পিচের চরিত্র বোঝাও খুব কঠিন।’

পিচের আচরণ নিয়ে টাইগার কোচের মন্তব্য, ‘আমরা ভেবেছিলাম সেন্ট ভিনসেন্টের পিচ ভালো হবে। কিন্তু সেটাই খুব কঠিন হয়ে উঠল। বোলিংবান্ধব হয়ে উঠল, সেটি শুধু পেস কিংবা স্পিন নয়, দুটোতেই। তাই আমাদের পরিকল্পনা হলো ব্যাটিং বা বোলিং যেটাই হোক, শুরুটা ভালো করা।’

অ্যান্টিগার উইকেটে অতোটা ব্যাটিং বান্ধব না হলেও এখানে পেসারদের ভূমিকা থাকে অনেকখানি। স্বাভাবিক ভাবেই পেস নির্ভর একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তার মধ্যে বাংলাদেশের পেসাররা আছে দারুণ ছন্দে। 

যদিও একাদশ কেমন হবে, সেই ব্যাপারে কূটনৈতিক উত্তর দিয়ে রাখলেন বাংলাদেশের কোচ, ‘কন্ডিশন ও প্রতিপক্ষের ওপর নির্ভর করছে। তাদের (অস্ট্রেলিয়া) সীমাবদ্ধতাও আমরা আমলে নেবো এবং অবশ্যই আমরা নিজেদের শক্তি বুঝে খেলবো। (ম্যাচের আগে) এগুলোই ভাবা হবে।’

আরও পড়ুন

×