ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শুরু থেকেই স্লো খেলতে চেয়েছিল বাংলাদেশ

শুরু থেকেই স্লো খেলতে চেয়েছিল বাংলাদেশ

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪ | ১৬:০৫ | আপডেট: ২১ জুন ২০২৪ | ১৮:৪৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের শুরুটা স্বস্তিদায়ক হয়নি। অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে টাইগাররা। আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে স্টার্ক-কামিন্সদের বিপক্ষে মাত্র ১৪০ রানে আটকে যায় বাংলাদেশের রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪১ ও তাওহিদ হৃদয় ৪০ রান করেন। বাকিরা ছিলেন নিষ্প্রভ। টপ ও মিডল অর্ডারে আসেনি কোনো প্রতিরোধ। লিটন ১৬ রান করলেও পাওয়ার প্লে’তে তার ব্যাটিং ছিল দৃষ্টিকটু।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শুরুতে মন্থর ব্যাটিংয়ের ব্যাখ্যা দিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত বলেন, ‘শুরুর দিকে একটু দেখে খেলারই পরিকল্পনা ছিল। কারণ আগের ম্যাচগুলোতেও আমরা ভালো শুরু পাচ্ছিলাম না। কাজেই ছয় ওভার কীভাবে আমরা উইকেট হাতে নিয়ে শেষ করতে পারি এটা একটা পরিকল্পনা ছিলো। আমাদের পরিকল্পনা অনুযায়ী শেষ করতে পেরেছি। আরেকটু ভালো হতে পারতো, তবে আমরা খুশি ছিলাম।’

শান্তর মতে, অ্যান্টিগার পিচের কারণেই শুরুতে রান আসছিল না। যে কারণে লিটনের সেট হয়ে থাকাটা জরুরি ছিল বলে মনে করেন টাইগার দলপতি। শান্ত বলেন, ‘শুরুর দিকে উইকেট স্লো ছিল, বল সেভাবে ব্যাটে আসছিল না। তাই সেট ব্যাটার থাকাটা জরুরি ছিল। আমার মনে হয় আমি যে সময় আউট হয়েছি ওই সময় আউট না হয়ে যদি আরেকটু খেলাটা ১৭-১৮ ওভার পর্যন্ত নিতে পারতাম তাহলে ১৬০-১৭০ রানে যেতে পারত।’

নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘আমার ব্যাটিং মোটামুটি ঠিক যাচ্ছিল, এখানে ব্যাটিং উপভোগ করছি। তবে আমার আরও ভালো করতে হতো। আজকের মতো টপ অর্ডারে রান পাওয়া খুব দরকার ছিল। এটা সামনে দলকে উজ্জীবিত করবে। আশা করছি বোলাররা আগের মতো ভালো করবে। ভারতের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা করছি।’

আরও পড়ুন

×