ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ম্যাচ হেরে কলম্বিয়ান সমর্থকদের সঙ্গে নুনেজদের মারামারি

ম্যাচ হেরে কলম্বিয়ান সমর্থকদের সঙ্গে নুনেজদের মারামারি

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ১১:৩১

কোপা আমেরিকার স্বপ্নের ফাইনাল থেকে এক ম্যাচ দূরে ছিল উরুগুয়ে। ব্রাজিলকে হারানোর পর স্বপ্ন দেখছিল কোপা আমেরিকা শিরোপা জয়ের। তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে কলম্বিয়া। ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে দলটি। ম্যাচ শেষে স্টেডিয়ামে দেখা গেছে অনাকাঙ্ক্ষিত দৃশ্য। ম্যাচ হেরে গ্যালারিতে থাকা কলম্বিয়ার সমর্থকের একাংশের সাথে মারামারি জড়ালেন নুনেজসহ বেশ কয়েকজন উরুগুয়ে ফুটবলার। তাদের থামাতে বেশ বেগ পেতে হয়েছে নিরাপত্তাকর্মীদের।

উরুগুয়ের খেলোয়াড়েরা এবং কলম্বিয়ার সমর্থকদের মধ্যে মারামারির এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। মারামারিতে জড়ানো ফুটবলারদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক দেখা গেছে ডারউইন নুনেজকে। লিভারপুলের এই তারকা ফরোয়ার্ডকে কলম্বিয়ার সমর্থকদের ঘুষি দিতেও দেখা গেছে। এছাড়াও ওই সময় কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়াতে দেখা গেছে রোনাল্ড আরাউহো, সেবাস্তিয়ান ক্যাসেরেস, হোসে মারিয়া গিমেনেজসহ একাধিক উরুগুয়ের খেলোয়াড়কেও।

এরপর সংঘর্ষ বড় আকার ধারণ করলে সেখানে কয়েকজন প্রহরী এসে উরুগুয়ে ফুটবলারদের সরিয়ে নিয়ে যান। এর আগেই অবশ্য খেলোয়াড়দের সরিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন উরুগুয়ে কোচ বিয়েলসা। যদিও তাতে ঠেকানো যায়নি তাদের।

জানা যায়, ম্যাচের পর কলম্বিয়ান সমর্থকরা উরুগুয়ে স্ট্রাইকার ডারউইন নুনেজের দিকে প্লাস্টিকের গ্লাস এবং পানি নিক্ষেপ করেন। একইসঙ্গে গ্যালারিতে থাকা উরুগুয়ে ফুটবলারদের পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন ব্যাঙ্গাত্মক মন্তব্যও করেন। বিষয়টাকে মোটেই ভালোভাবে নেননি উরুগুয়ের দুই ডিফেন্ডার গিমেনেজ এবং আরাউহো। এতেই মূলত চটে যান তারা।

উরুগুয়ে অধিনায়ক হিমেনেস এই ঘটনার পর এক সাক্ষাৎকারে বলছেন, ‘কর্তৃপক্ষ থামিয়ে দেওয়ার আগেই আমি কিছু বলতে চাই। পরে তো তারা কিছু বলতে দেবে না। তারা চায় না আমরা এসব নিয়ে বলি। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের পরিবারও গ্যালারিতে থাকে, শিশুরাও থাকে। এটা পুরোপুরি একটা বিপর্যয়। আমাদের পরিবারের সদস্যদের রক্ষা করতেই আমাদের এগিয়ে যেতে হয়েছে।’

অতিরিক্ত মদ্যপানের কারণেই বাজে আচরণ করেছে কলম্বিয়ার ওই সমর্থকরা, জানালেন হিমেনেস, ‘প্রতি ম্যাচেই এমন হচ্ছে কারণ একটু ড্রিংক করে কীভাবে নিজেকে সামলাতে হবে সেটা কিছু লোক জানে না।’

উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা জানান, ‘মাঝমাঠে একটু অশান্তি হচ্ছিল, সেটা দেখে আমি লকার রুমে চলে গেছিলাম। কিন্তু পরে শুনলাম কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়ত সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছে ফুটবলাররা।’ 

ইতোমধ্যেই মারামারির ঘটনায় তদন্ত শুরু করেছে কোপা আমেরিকা কর্তৃপক্ষ। কেন এমন অপ্রীতিকর ঘটনা ঘটল, আদৌ সেই সময় পর্যাপ্ত পুলিশ ছিল কিনা, আয়োজকদের কোনওরকম ত্রুটি ছিল কিনা, সবই খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×