মারামারি দেখে বিয়েলসা ভেবেছিলেন তারা ধন্যবাদ জানাচ্ছে

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ১৫:২৪
কোপা আমেরিকার স্বপ্নের ফাইনাল থেকে এক ম্যাচ দূরে ছিল উরুগুয়ে। ব্রাজিলকে হারানোর পর স্বপ্ন দেখছিল কোপা আমেরিকা শিরোপা জয়ের। তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে কলম্বিয়া। ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে দলটি। তবে ম্যাচ শেষে স্টেডিয়ামে দেখা গেছে অনাকাঙ্ক্ষিত দৃশ্য। ম্যাচ হেরে গ্যালারিতে থাকা কলম্বিয়ার সমর্থকের একাংশের সাথে মারামারি জড়ালেন নুনেজসহ বেশ কয়েকজন উরুগুয়ে ফুটবলার। তাদের থামাতে বেশ বেগ পেতে হয়েছে নিরাপত্তাকর্মীদের।
ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন উরুগুয়ে খেলোয়াড় ঘুষি ছুড়ে মারছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসী ভঙ্গিতে ছিলেন নুনেজ। লিভারপুলের এই তারকা ফরোয়ার্ডকে কলম্বিয়ার সমর্থকদের ঘুষি দিতেও দেখা গেছে। এছাড়াও ওই সময় কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়াতে দেখা গেছে রোনাল্ড আরাউহো, সেবাস্তিয়ান ক্যাসেরেস, হোসে মারিয়া গিমেনেজসহ একাধিক উরুগুয়ের খেলোয়াড়কেও। দুই পক্ষের মারামারি চলতে থাকে বেশ কয়েক মিনিট পুলিশ আসার আগ পর্যন্ত।
যদিও গ্যালারির এমন মারামারির বিষয়ে কোনো ধারণাই ছিল না উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসার। উরুগুয়ে কোচ ভেবেছিলেন, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে তার দল। সংবাদ সম্মেলনে বিয়েলসা বলেন, ‘আমি মনে করেছিলাম, মাঠেই কিছুক্ষণ বাকযুদ্ধের মধ্য দিয়ে বিষয়টা শেষ হয়ে গেছে। আর এটি দেখে আমি ড্রেসিং রুমে চলে যাই। আমি ভেবেছিলাম, তারা (ফুটবলাররা) হয়তো সমর্থনের জন্য দর্শকদের ধন্যবাদ দিচ্ছিল। কিন্তু এরপর আমি জানতে পারি, দুর্ভাগ্যবশত সেখানে কিছু ঝামেলা হয়।’
এই ঘটনায় দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল অবশ্য তদন্তের কথা জানিয়েছে। তারা বিবৃতিতে জানিয়েছে, ‘ফুটবলের ক্ষতি করে এমন কিছুর তীব্র নিন্দা জানায় কনমেবল।’
- বিষয় :
- কোপা আমেরিকা-২০২৪
- উরুগুয়ে