বেলিংহামের ‘রিয়াল ডিএনএ’

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ১৪:০৭ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ | ১৪:০৭
স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে প্রায় হেরেই গিয়েছিল ইংল্যান্ড। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দারুণ এক বাইসাইকেল কিকে ম্যাচে সমতা ফিরিয়ে ছিলেন জুড বেলিংহাম। শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়াটা রিয়াল মাদ্রিদের মজ্জাগত। মাত্র এক মৌসুম রিয়ালে খেলেই এ বৈশিষ্ট্য আত্মস্থ করে ফেলেছেন জুড বেলিংহাম। ফলাফল পেল ইংল্যান্ড। এবার সেই ‘রিয়াল ডিএনএ’ ব্যবহার হবে রিয়াল মাদ্রিদ যে দেশের ক্লাব সেই স্পেনের বিপক্ষে।
বেলিংহাম কেবল ‘হারার আগে হেরে না বসার’ মানসিকতাই মনেপ্রাণে রপ্ত করেননি, স্প্যানিশ ক্লাবটিতে নিজের খেলাও অনেক উন্নত করেছেন। মূলত তাঁর দারুণ ফর্মের কারণেই হট ফেভারিট হিসেবে ইংল্যান্ড ইউরো খেলতে এসেছিল। তবে গ্রুপ পর্বে সেই ছন্দ ধরে রাখতে পারেননি তিনি। যে কারণে ২১ বছর বয়সী এ মিডফিল্ডারের সমালোচনাও শুরু হয়ে গিয়েছিল। সেই বাইসাইকেল কিক ছিল সেই সমালোচনার জবাব। আর ইংল্যান্ডকে শিরোপা জেতাতে পারলে ব্যালন ডি’অর পেয়ে যেতে পারেন ইংলিশ তারকা। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতেছেন। তিন শিরোপা জিততে পারলে এই ট্রফি নিশ্চিতভাবেই তাঁর ক্যাবিনেটে চলে আসবে।
তবে এ জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আজকের ফাইনালে ইংল্যান্ডকে জেতানো। কাজটা মোটেও সহজ হবে না। কারণ দুরন্ত ছন্দে আছে স্পেন। এই ছন্দ কাটানোয় ভূমিকা রাখতে হবে বেলিংহামকে। ইংল্যান্ড দলে তিনি মূলত আক্রমণ ও মাঝমাঠের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করেন। এ দায়িত্ব সামলে মাঝে মাঝে প্রতিপক্ষের বক্সে গোলের সন্ধানেও ছুটে যেতে দেখা যায় তাঁকে। দুটি গুরুত্বপূর্ণ গোলও করেছেন বেলিংহাম। তার পরও আসরটা খুব বেশি ভালো যাচ্ছে না তাঁর। কিছুটা ক্লান্ত মনে হচ্ছে তাঁকে। রিয়ালে তিনি যেভাবে পুরো মাঠ চষে বেড়ান, ইউরোতে সেটা খুব একটা দেখা যাচ্ছে না।
তবে বেলিংহাম যে বিশ্বমানের প্রতিভা, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে কোনো মুহূর্তে জ্বলে ওঠার ক্ষমতা তাঁর রয়েছে। যেটা তিনি এই টুর্নামেন্টে এরই মধ্যে দেখিয়েছেন। অবশ্য বেলিংহামের নিষ্প্রভতার পেছনে ইংল্যান্ড কোচেরও ভূমিকা রয়েছে। বাড়তি সতর্কতার জন্য তাঁকে একটু নিচে খেলিয়েছেন তিনি। সেমিতে ডাচদের বিপক্ষেই কেবল তাঁকে স্বাধীনভাবে ওপরে উঠে খেলতে দিয়েছেন। ফলাফল তারা হাতে পেয়েছেন। স্পেনের বিপক্ষেও এই ঝুঁকিটা নিতে হবে। যদিও স্পেনের আক্রমণভাগ ভীষণ ভয়ংকর। শিরোপা জিততে হলে এই ভয়কে জয় করতেই হবে।
- বিষয় :
- জুড বেলিংহাম
- ইউরো-২০২৪
- স্পেন
- ইংল্যান্ড