ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শ্রীলঙ্কার টি২০ নেতৃত্বে আসালঙ্কা

শ্রীলঙ্কার টি২০ নেতৃত্বে আসালঙ্কা

শ্রীলঙ্কার নতুন টি-২০ অধিনায়ক আশালঙ্কা। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪ | ১০:৩২ | আপডেট: ২৪ জুলাই ২০২৪ | ১১:০৪

বিশ্বকাপ ব্যর্থতার জেরে কয়েক দিন আগে শ্রীলঙ্কার টি২০ নেতৃত্ব ছেড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন চারিথা আসালঙ্কা। ভারতের বিপক্ষে ২৭ জুলাই শুরু হতে যাওয়া টি২০ সিরিজে ২৭ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটারের নেতৃত্বে খেলবে শ্রীলঙ্কা।

তবে ওয়ানডে ও টেস্ট দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আসবে কিনা, সে ব্যাপারে লঙ্কান বোর্ড কিছু বলেনি। শ্রীলঙ্কার ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছেন কুশল মেন্ডিস ও টেস্ট অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। সিরিজটি খেলতে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় টি২০ দল শ্রীলঙ্কা পৌঁছে গেছে গত সোমবার। 

৩ ম্যাচ টি২০ সিরিজটি শুরু হবে আগামী শনিবার পাল্লেকেলেতে। এর পর ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে ২ আগস্ট কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

শ্রীলঙ্কার টি২০ স্কোয়াড : চারিথা আসালঙ্কা (অধি.), পাথুন নিশাঙ্কা, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভাল্লেলাগে, মহেশ থিকসেনা, চামিন্দু বিক্রমাসিংহে, মাতিশা পাথিরানা, নুয়ান তুশারা, দুশমন্থ চামিরা ও বিনুরা ফার্নান্দো। 

আরও পড়ুন

×