ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ডি ব্রুইনাকে ছাড়তে নারাজ গার্দিওলা

ডি ব্রুইনাকে ছাড়তে নারাজ গার্দিওলা

ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা ও মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনি।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪ | ১০:৪২

বাজারে জোর গুঞ্জন, সৌদি আরবে পাড়ি জমাতে যাচ্ছেন কেভিন ডি ব্রুইনা। তবে বেলজিয়ান তারকাকে এ মৌসুমে কোনোভাবেই ছাড়তে চাইছেন না ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা। সিটির সঙ্গে মাত্র এক বছরের চুক্তি বাকি তারকা এ মিডফিল্ডারের। এরই মধ্যে গণমাধ্যমে ডি ব্রুইনা বলেছেন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্ত্রী মিশেলের সঙ্গে আলোচনা করেছেন। সিটির সঙ্গে বন্ধন ছিন্ন করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই সৌদি ক্লাব আল-ইত্তিহাদ তাঁকে দলে ভেড়ানোর জন্য লোভনীয় প্রস্তাব দিয়ে যাচ্ছে। সম্প্রতি ডি ব্রুইনার মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছেন, সৌদি ক্লাবটির সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। তবে সিটি বস গার্দিওলা এ মৌসুমে ৩৩ বছর বয়সী তারকাকে ছাড়বেন না বলে জানিয়েছেন। 

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় সেল্টিকের বিপক্ষে এক প্রীতি ম্যাচের আগে গার্দিওলা গণমাধ্যমকর্মীদের বলেন, ‘কেভিন দল ছাড়ছে না।’ ২০১৫ সালে জার্মান ক্লাব উলভসবার্গ থেকে সিটিতে যোগ দেন ডি ব্রুইনা। এর পর সিটির হয়ে ৬টি প্রিমিয়ার লিগ ও ১টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৫টি মেজর ট্রফি জিতেছেন তিনি। গার্দিওলার বিশ্বাস, তাঁর কথা ডি ব্রুইনা ফেলবেন না। 

তিনি বললে, শুধু এ মৌসুম নয়, আরও লম্বা সময় সিটিতে থাকবেন বেলজিয়ান তারকা। তবে ডি ব্রুইনার সাম্প্রতিক এক সাক্ষাৎকার দেখলে সেই ভরসাটা পাওয়া যায় না। সেই সাক্ষাৎকারে ডি ব্রুইনা বলেছেন, ‘আমার বড় সন্তানের বয়স এখন ৮। সে ইংল্যান্ড ছাড়া কিছুই বোঝে না। সেও আমাকে জিজ্ঞেস করছে, সিটিতে আমি আর কতদিন খেলব।’

তাঁর এর পরের মন্তব্যই শঙ্কাটা জাগায়, ‘আমার এই বয়সে সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হয়। ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায় অবিশ্বাস্য অঙ্কের প্রস্তাব এলে, সেটা নিয়ে তো ভাবতে হবেই। যদি সেখানে দুই বা তিন বছর খেলি, তাহলে আমি বিশাল অর্থ আয় করতে পারব। এ সুযোগ হাতছাড়া করা কঠিন।’ 

গার্দিওলা তাঁকে ছাড়তে না চাইলেও ডি ব্রুইনার জায়গায় ক্রিস্টাল প্যালেসের উইঙ্গার ইবেরেচি এজিকে দলে ভেড়াতে চাইছে সিটি। ১৮ আগস্ট চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু করবে সিটি।

আরও পড়ুন

×