ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আইপিএলে দ্রাবিড় এখন দামি, চলছে কাড়াকাড়ি

আইপিএলে দ্রাবিড় এখন দামি, চলছে কাড়াকাড়ি

আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোচ হতে পারেন রাহুল। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪ | ১৩:৫৬ | আপডেট: ২৫ জুলাই ২০২৪ | ১৪:৩২

রাহুল দ্রাবিড়ের মতো ঠান্ডা মাথার ক্রিকেটার টি-২০ খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। দ্রাবিড় আইপিএলে দুর্দান্ত খেলে বুঝিয়ে দিয়েছেন, সংক্ষিপ্ত সংস্করণেও ক্লাসিক ক্রিকেটের দাম আছে। ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়ে কোচিংয়েও নিজের প্রমাণ দিয়েছেন তিনি।

বিশ্বকাপ দিয়ে বিসিসিআই-এর সঙ্গে তার চুক্তি শেষ হয়েছে। এরপরই আইপিএলের হটকেক হয়ে উঠেছেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ। একাধিক ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে কোনটাকে বেছে নেবেন, আইপিএলে কোচিং করাবেন কিনা এসব নির্ভর করছে রাহুল দ্রাবিড়ের ওপর।

দলকে পরপর দুই বিশ্বকাপের ফাইনালে তোলা দ্রাবিড়কে হেড কোচের দায়িত্ব দিতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স। প্রোটিয়া কোচ মার্ক বাউচারের অধীনে সাফল্য পায়নি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। বরং রোহিত শর্মাকে সরিয়ে হার্ডিক পান্ডিয়াকে অধিনায়ক করায় সমালোচিত হয়েছেন। সাবেক উইকেটরক্ষক ব্যাটারকে তাই রাখতে চায় না মুম্বাই। ওই জায়গায় রাহুল দ্রাবিড়ের কথা ভাবছে মুম্বাই বোর্ড। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রাহুলকে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি দলে পেতে চাইছে। তবে বেশি আগ্রহ দেখিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

রাহুলকে হেড কোচের দায়িত্ব দিতে চায় রাজস্থান রয়্যালসও। ক্যারিয়ারে ওই দলটির হয়ে খেলেছেন তিনি। ওদিকে পাঞ্জাব কিংস অস্ট্রেলিয়ান কোচ ট্রাভিস বেলিসকে রাখছে না। তার সঙ্গে দলটির চুক্তি শেষ হয়েছে। দলে ভারতের কাউকে কোচ করার কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজিটি। কোচের তালিকায় রাহুল দ্রাবিড় আছেন। তবে সঞ্জয় বাঙ্গারের সম্ভাবনা নাকি বেশি।

আরও পড়ুন

×