ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্যারিস অলিম্পিকের প্রথম পদক কাজাখস্তানের

প্যারিস অলিম্পিকের প্রথম পদক কাজাখস্তানের

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪ | ১৫:২৩ | আপডেট: ২৭ জুলাই ২০২৪ | ১৫:৩৫

আজ থেকে প্যারিস অলিম্পিকে শুরু হয়েছে সোনার লড়াই। বেলা আড়াইটায় অনুষ্ঠিত হয়েছে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্ট। যেখানে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান। 

এটি প্যারিস অলিম্পিকের প্রথম পদক। ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেক্সান্দ্রা জুটি।

একই ইভেন্টে আসরের প্রথম সোনার লড়াইয়ে নামবে চীন ও দক্ষিণ কোরিয়া।

আরও পড়ুন

×