ধোনিকে অনভিষিক্ত তালিকায় রাখতে চায় চেন্নাই

এমএস ধোনি। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪ | ১২:৪৪
চেন্নাই সুপার কিংস আরও এক মৌসুমে এমএস ধোনিকে দলে রাখতে চায়। সেজন্য তারা পুরনো একটি নিয়ম ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছে। তবে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো ওই প্রস্তাবে সাড়া দেয়নি।
আইপিএলের ২০০৮ আসর থেকে ২০২১ মৌসুম পর্যন্ত নিয়ম ছিল- কোন ক্রিকেটার অন্তত পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললে, তাকে আনক্যাপ বা অনিভিষিক্ত ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হবে। ধোনি ২০২০ সালে অবসর নিয়েছেন।
সংবাদ মাধ্যম জানিয়েছে, গত মৌসুমে ধোনিকে দলে ধরে রাখতে ১২ কোটি রুপি খরচ হয়েছে চেন্নাইয়ের। কিন্তু ওই বছর আনক্যাপ তালিকা থেকে কাউকে দলে রাখতে ৪ কোটি রুপি খরচ হয়েছে। যে কারণে চেন্নাই এই নিয়ম চালুর পক্ষে।
তবে সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাভজা মারানসহ অন্যরা প্রস্তাবের বিরোধীতা করেছেন। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে লম্বা সময় অবসর নিলেও একজন অভিজ্ঞ ক্রিকেটারকে আনক্যাপ তালিকায় রাখা মানে তাকে অসম্মান করা। তিনি বরং সাবেক ক্রিকেটারদের নিলামে উন্মুক্ত করে দেওয়ার পক্ষে। যাতে নিলাম থেকে তারা ভালো দাম পেতে পারেন।
লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটারদের আনক্যাপ তালিকায় রাখার বিপক্ষে থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ভিত্তিমূল্য কম দাম নির্ধারণ করার পক্ষে। আইপিএলের অপারেশন্স কমিটির নির্বাহী হেমাঙ্ক আমিন এই প্রস্তাব দিয়েছেন। তার মতে, সাবেকদের দাম কম থাকলে নিলাম থেকে তাদের দল পাওয়ার সম্ভাবনা বাড়বে।
- বিষয় :
- আইপিএল
- এমএস ধোনি
- চেন্নাই সুপার কিংস