প্যারিস অলিম্পিক
স্পেনকে উড়িয়ে ফাইনালে যুক্তরাষ্ট্রকে পেল ব্রাজিল

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪ | ১১:৪২
দলের সেরা তারকা মার্তা নেই। সামনে আছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, যারা কিনা ফিফা র্যাংকিংয়েও এক নম্বর। যাদের বিপক্ষে গ্রুপ পর্বেই হারতে হয়েছে। প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলের সেমিফাইনালে সেই বিশ্ব চ্যাম্পিয়নদেরই ৪-২ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল।
আর এমন দাপুটে জয়ের ফলে ১৬ বছর পর অলিম্পিকের নারী ফুটবলের ইভেন্টের ফাইনালে চলে গেল ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে চারবারের অলিম্পিক সোনাজয়ী দল যুক্তরাষ্ট্র। আজ প্রথম সেমিফাইনালে জার্মানিকে ১–০ গোলে হারিয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে অলিম্পিক নারী ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দলটি।
ম্যাচের ৬ মিনিটে আইরিন পারেদেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রাজিল। ফ্রান্সের বিপক্ষে গোল করা গাবি পোর্তিলহো বিরতির আগে ইনজুরি টাইমে গোল করেন। ৭১ মিনিটে আদ্রিয়ানা তৃতীয় গোল করে ব্রাজিলকে শক্ত অবস্থানে নেন। ৮৫ মিনিটে সালমা পারাল্লুয়েল্লো এক গোল শোধ দিলেও ব্রাজিল কেরোলিনের চতুর্থ গোলে জয় সুনিশ্চিত করে। ইনজুরি টাইমের ১২ মিনিটে পারাল্লুয়েল্লোর গোলে স্পেন ব্যবধান কমায়।
আগামী ৯ আগস্ট শুক্রবার ব্রোঞ্জ মেডেলের ম্যাচে মাঠে নামবে স্পেন এবং জার্মানি। আর পরদিন গোল্ড মেডেলের ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল।