ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রিদমিক জিমন্যাস্টিকসে সোনা জার্মানির

রিদমিক জিমন্যাস্টিকসে সোনা জার্মানির

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪ | ১৩:৪৬

রিদমিক জিমন্যাস্টিকসের ব্যক্তিগত অল–অ্যারাউন্ড ফাইনালে সোনা জিতেছেন জার্মানির দারিয়া ভারফোলোমেভ। তার পয়েন্ট ১৪০.৮৫০। একই বিভাগে রুপা গেছে বুলগেরিয়ার বোরইয়ানা কালেইনের কাছে। আর ব্রোঞ্জ জিতেছেন ইতালির সোফিয়া রাফায়েলি। তাঁর পয়েন্ট ১৩৬.৩০০। এটি জার্মানির ১১তম সোনা এবং সব মিলিয়ে ২৭তম পদক।

ছবি- এএফপি

ছবি- এএফপি

ছবি- এএফপি

ছবি- এএফপি

ছবি- এএফপি

ছবি- এএফপি

ছবি- এএফপি

ছবি- এএফপি

আরও পড়ুন

×